পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

লিবিয়ায় বন্যা: নিহত ছাড়াল ৫ হাজার, নিখোঁজ ১০ হাজার

ছয় দফা নিউজ ডেস্ক:
লিবিয়ায় সোমবারের আকস্মিক বন্যায় বুধবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা ৫ হাজার ৩০০ ছাড়িয়েছে। বিভিন্ন মাত্রায় আহত হয়েছে ৭ হাজারের বেশি। নিখোঁজ রয়েছে আরও প্রায় ১০ হাজার। অভ্যন্তরীণভাবে স্থানচ্যুত হয়েছে প্রায় ৬০ হাজার।

লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে সোমবার (১১ সেপ্টেম্বর) দানিয়েল নামের একটি ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে উল্লিখিত হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় রেড ক্রিসেন্ট ও প্রশাসন এসব তথ্য নিশ্চিত করেছে।

পূর্বাঞ্চলের স্বঘোষিত প্রধানমন্ত্রী ওসামা হামাদের এক প্রতিনিধি জানান, নতুন নতুন তথ্য আসছে। তাই হতাহতের সংখ্যা বাড়ছে। হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

স্থানচ্যুতি
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইসিআর জানায়, এক দশকের সংঘর্ষে লিবিয়ার বন্যাকবলিত অঞ্চলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্বাস্তু প্রায় ৪৬ হাজার মানুষ আশ্রয় নিয়েছিল। সোমবারের আকস্মিক বন্যায় এবার সেখানে নতুন করে প্রায় ৬০ হাজার মানুষ স্থানচ্যুত হলো। এ সংখ্যা আরও বাড়তে পারে।

ঘূর্ণিঝড় দানিয়েলের আঘাতে লিবিয়ার পূর্বাঞ্চলের দেরনা শহরের দুটি বাঁধ ভেঙে গেলে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে শহরটির কোনো কোনো এলাকা প্রায় ১০ ফুট পানির নিচে তলিয়ে যায়। এক-চতুর্থাংশ শহর সম্পূর্ণ বিপর্যস্ত বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংস্থা।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ