পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

গাজার শরণার্থী শিবিরে পুনরায় ইসরায়েলের হামলা ‘যুদ্ধাপরাধ’: জাতিসংঘ

ছয় দফা নিউজ ডেস্ক:
ইসরায়েল বুধবার নতুন করে গাজার বৃহত্তম শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করেছে, এতে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তারা ইসরায়েলকে সতর্ক করে বলেছে, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে এই হামলা ‘যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হতে পারে।’
জাবালিয়া শিবিরে দুই দিনের মধ্যে দ্বিতীয় দফায় বিমান হামলা চালায় ইসরায়েল, হামলায় ভবনগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এই হামলায় কয়েক ডজন লোক নিহত হয়েছে। এ নিয়ে জাবালিয়া শিবিরে ইসরায়েলি হামলায় ১৯৫ জনের মৃত্যু হয়েছে।
এএফপি ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করেছে, লোকজন উন্মত্তভাবে ধ্বংসস্তুপের মধ্য দিয়ে রক্তাক্ত হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
ইসরায়েল বলেছে, তাদের যুদ্ধবিমানগুলো ‘হামাসের একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কমপ্লেক্স’ লক্ষ্য করে এবং একটি অনির্ধারিত সংখ্যক জঙ্গিকে ‘নির্মূল’ করতে এই হামলা চালিয়েছে।
উদ্ধারকারীরা বলেছেন, হামলায় ‘পুরো পরিবার’ মারা গেছে, তবে হতাহতের বিবরণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ইসরায়েলে হামাসের হামলার প্রতিশোধ নিতে ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ১১,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। অনেক দেশ হামাসের পাল্টা আঘাত করার ইসরায়েলের অধিকারকে সমর্থন করেছিল, কিন্তু বেসামরিক লোকের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি ইসরায়েলি কৌশলের সমালোচনাও করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ পর্যন্ত ৮,৭৯৬ গাজাবাসী নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার পুরো এলাকা মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার ইসরায়েলি বাহিনী জাবালিয়া শিবিরে হামলা চালিয়েছে, একটি এএফপির হিসাবে এতে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে।
জাতিসংঘ ইসরায়েলের সাম্প্রতিকতম বোমা হামলার নিন্দা করেছে, বলিভিয়ার মতো দূরের দেশ আন্তর্জাতিক নিন্দায় যোগ দিয়েছে এবং প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।
জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থা ‘বেসামরিক হতাহতের উচ্চ সংখ্যা’ এবং ধ্বংসের মাত্রা উল্লেখ করে ‘গুরুতর উদ্বেগ প্রকাশ করে বলেছে, এগুলো অসম আক্রমণ যা যুদ্ধাপরাধের সমতুল্য বিবেচিত হতে পারে।’
‘গাজায় নিরপরাধ মানুষ হত্যাকারী ইসরায়েলি যুদ্ধের নিন্দা করে’ জর্ডান ইসরায়েলে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে।
হামাস নেতা ইসমাইল হানিয়াহ ‘নিরস্ত্র বেসামরিকদের বিরুদ্ধে বর্বর গণহত্যার’ জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন।

তথ্যসূত্রঃবাসস

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ