পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন

ছয় দফা নিউজ ডেস্ক:
বরাবরের মতো এবারও বিশ্বজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

মূলত বুধবার (১০ এপ্রিল) ঈদ উদযাপন হচ্ছে মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়ায়সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। অন্যদিকে চাঁদের আবর্তন গতি ও অবস্থানজনিত কারণে বাংলাদেশ, ভারতসহ অন্য কয়েকটি দেশে ঈদুল ফিতর উদযাপন হবে বৃহস্পতিবার।

মূলত আরবি বর্ষপঞ্জি চাঁদভিত্তিক হওয়ার কারণে বিশ্বজুড়ে ঈদ উদযাপনের ক্ষেত্রে এক দিন তারতম্য হয়। সেই হিসেবে চলতি বছর বুধবার ঈদুল ফিতর উদযাপন করেছে বিশ্বের বিভিন্ন দেশ।

ইন্দোনেশিয়ান রিসর্ট দ্বীপ বালির ডেনপাসার শহরে বজরা সন্ধি মনুমেন্টে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। অস্ট্রেলিয়ার সিডনি শহরের লাকেম্বা মসজিদের বাইরে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ফিলিপাইনের মেট্রো ম্যানিলার কুইজন সিটির কুইজন মেমোরিয়াল সার্কেলে ঈদুল ফিতরের নামাজে অংশ নেন মুসলমানরা। ইন্দোনেশিয়ার জাকার্তায় সুন্দা কেলাপা বন্দরে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দুবাইয়ের আল ফারুক ওমর বিন আল খাত্তাব মসজিদে (ব্লু মসজিদ) , দুবাইয়ের ব্লু মসজিদ এবং শারজাহতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ