পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

পুতিনকে কোরিয়ায় কিমের আমন্ত্রণ

ছয় দফা নিউজ ডেস্ক:
ঐতিহাসিক রাশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দুই দেশের বিভিন্ন সামরিক বিষয়, রাশিয়া – ইউক্রেন যুদ্ধ এবং উত্তর কোরিয়ার গোপন স্যাটেলাইট প্রোগ্রামের জন্য সম্ভাব্য রাশিয়ান সহায়তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। আলোচনা শেষে ভ্লাদিমির পুতিনকে উত্তর কোরিয়ায় আমন্ত্রণও জানিয়েছেন কিম ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাশিয়ার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র ভস্তোচনি কসমোড্রোমে প্রায় পাঁচ ঘন্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর রয়টার্সের

বৈঠক শুরুর আগে কিম জং উনকে নিয়ে সাথে মহাকাশ কেন্দ্র পরিদর্শন করেন ভ্লাদিমির পুতিন। এ সময় ভবিষ্যতে উত্তর কোরিয়ার মহাকাশচারীদের মহাকাশ পরিদর্শনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

মহাকাশ কেন্দ্র পরিদর্শন শেষে পুতিন ও কিম প্রতিনিধিদের সাথে নিয়ে আলোচনার টেবিলে বসেন। সেখানে বৈশ্বিক বিভিন্ন বিষয় ও দ্বিপাক্ষিক সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো মূল আলোচ্য বিষয় হয়ে ওঠে ।

বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন দুই নেতা। এ সময় পশ্চিমা সমর্থিত ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে ‘শয়তানি শক্তির সাথে যুদ্ধ’ এবং ‘পবিত্র যুদ্ধ’ আখ্যা দিয়ে চলমান এ লড়াইয়ে রাশিয়ার জয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন কিম জং উন।

এই বৈঠকের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি দুই দেশ। বৈঠকের বিষয়বস্তু দুই দেশের অভ্যন্তরীণ ও অত্যন্ত সংবেদনশীল বিষয় উল্লেখ করে কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে ক্রেমলিন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা ধারণা করছেন যে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে ইচ্ছুক রাশিয়া। অস্ত্র সহায়তার ব্যাপারেই এই বৈঠকে আলোচনা করেছে দুই দেশ। হয়ত সামনেই এ নিয়ে দুই দেশের মধ্যে অস্ত্রচুক্তি হতে যাচ্ছে। বিনিময়ে রাশিয়ার কাছে স্পাই স্যাটেলাইট ও অন্যান্য মহাকাশ প্রযুক্তি বিষয়ে সাহায্য চাইতে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটি সম্প্রতি মহাকাশ প্রযুক্তিতে মনোনিবেশ করেছে।

দুই নেতার ভেতর যে সামরিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, সে বিষয়ে রাশিয়ান গণমাধ্যমকে অসংখ্য ইঙ্গিত দিয়েছেন পুতিন। অস্ত্র সহায়তার বিষয়ে কোন মন্তব্য না করলেও পিয়ংইয়ংকে স্যাটেলাইট তৈরিতে মস্কো সাহায্য করবে কিনা তা জানতে চাইলে পুতিন বলেন, ‘একারণেই তো আমরা এখানে (ভস্তোচনি রকেট ও মহাকাশ কেন্দ্র) এসেছি।’

উত্তর কোরিয়া ও রাশিয়ার প্রতিটি পদক্ষেপ সতর্কভাবে লক্ষ্য করছে বৈশ্বিক শক্তিগুলো। দুই দেশের ভেতর কোনো অস্ত্র চুক্তি হলে তাদের ওপর আরও কঠিন বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন।

উত্তর কোরিয়ার সাথে অস্ত্র চুক্তির ব্যাপারে কোন ধরনের আলোচনা না করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যও। কিমের সাথে আলোচনা বৈঠক বিশ্বমঞ্চে মস্কোর একাকীত্ব প্রমাণ করেছে বলেও মন্তব্য করে দেশটি।

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসও মস্কোকে সাবধান করে বলেছেন, উত্তর কোরিয়ার সাথে যে কোনো দেশের যে কোনো ধরনের সহযোগিতার আগে অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার ব্যাপারটি মাথায় রাখতে হবে। রাশিয়া ও উত্তর কোরিয়ার ক্ষেত্রে এটি আরও বেশি প্রাসঙ্গিক।

তবে এসব সতর্কবাণী আমলে নিচ্ছে না রাশিয়া। উলটো দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আগামী মাসে আরও আলোচনার জন্য পিয়ংইয়ং সফর করবেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন।

বৈঠক শেষে ভ্লাদিমির পুতিনকে উত্তর কোরিয়ায় সফরের জন্য আমন্ত্রণ জানান কিম জং উন। পুতিন কিমের আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ