পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

গাজায় যুদ্ধের ব্যয় সামলাতে অর্থনৈতিক চাপে ইসরায়েল

ছয় দফা নিউজ ডেস্ক: গাজায় চলমান যুদ্ধের ফলে ইসরায়েলের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। বশ্লেষণে দেখা গেছে ২০২৩ সালের শেষ প্রান্তিকে ইসরায়েলের অর্থনীতি সংকুচিত হয়েছে ১৯ দশমিক ৪ শতাংশ যা প্রত্যাশার দ্বিগুন। গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো অধিদপ্তর। খবর আনাদোলু এজেন্সি।

গত বছরের ৭ অক্টোবরের যুদ্ধ সরাসরি প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতিতে। গাজায় যুদ্ধ পরিচালনার ফলেই দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, গত বছরের শেষ তিন মাসে মোট দেশীয় উৎপাদন বার্ষিক হিসেবে হ্রাস পেয়েছে ১৯ দশমিক ৪ শতাংশ।

এছাড়া ইসরায়েলের সাধারণ জনগণের ব্যাক্তিগত খরচ হ্রাস পেয়েছে ২৬ দশমিক ৯ শতাংশ। গাজা যুদ্ধে অধিক ব্যয়ের ফলাফল নেতিবাচক প্রভাব ফেলেছে দেশটির নিম্ন আয়ের মানুষের ওপর। তারা তাদের জীবন যাপনের ব্যয় কমাতে বাধ্য হয়েছে।

অন্যদিকে ২০২৩ সালের প্রথম প্রান্তিকে দেশটির জিডিপি বৃদ্ধির হার ছিল ৩ দশমিক ১ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে যা ২ দশমিক ৮ শতাংশে নেমে যায়, তৃতীয় প্রান্তিকে এর পরিমাণ আরো সংকুচিত হয় অর্থাৎ তৃতীয় প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ৭ শতাংশ। গতবছর ইসরায়েলের অর্থনীতিতে বাৎসরিক উন্নয়ন হয়েছে মাত্র ২ শতাংশ যা আগের বছরের ৬ দশমিক ৫ শতাংশের অনেক কম।

উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে তেল আবিব। এর বিপরীতে তাদের প্রতিশোধমূলক হামলায় গাজায় গত চার মাসে প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৯২ জন ফিলিস্তিনি। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতের বেশির ভাগ বেসামরিক নারী এবং শিশু। অন্যদিকে আহতের সংখ্যা ৬৯ হাজার ২৮ জনে পৌঁছেছে। জাতিসংঘ বলছে, বিশুদ্ধ খাবার পানি এবং চিকিৎসা উপকরণের তীব্র সংকটে মৃত্যুর পথে রয়েছে গাজার কয়েক হাজার মানুষ। এছাড়া ফিলিস্তিনের ওই অঞ্চলের প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে বলে তথ্য দিয়েছে বিশ্বের মানবাধিকার এই সংস্থাটি।

তথ্যসূত্রঃবণিক বার্তা

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ