পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে আরও ২ জনকে আটক করেছে তুরস্ক

ছয় দফা নিউজ ডেস্ক:
ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ২ জনকে আটক করেছে তুরস্ক পুলিশ। শুক্রবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া গ্রেপ্তারের কথা জানান। খবর রয়টার্সের।

গত জানুয়ারি মাস থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রায় ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে তুরস্ক। গত মাসেও আটক করা হয়েছে ৬ জনকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে ইয়ারলিকায়া জানান, সম্প্রতি ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৮ জনকে সন্দেহ করে আসছিল তুর্কি গোয়েন্দা সংস্থা। তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে নির্দিষ্ট কিছু তুর্কি কোম্পানি ও ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য প্রদান করছিল। তাদের মধ্যে ছয় জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। আর দুই জনকে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, তুরস্কের জনগণ ও তাদের একতার ওপর কোনো ধরনের গুপ্তচর কর্মকাণ্ড এই ভূখন্ডে সহ্য করা হবেনা।

তুরস্কের নিরাপত্তা সংস্থার এক কর্মকর্তা জানান, এক তুর্কি গোয়েন্দা ও তার স্ত্রীকে সন্দেহ করে মূলত এই অভিযান চালানো হয়। ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত তারা মোসাদের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হয়।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকেই প্রকাশ্যে ঝামেলায় জড়িয়ে আসছে তুরস্ক ও ইসরায়েল। ফিলিস্তিনসহ পৃথিবীর যেকোনো প্রান্তে থাকা হামাস যোদ্ধাদের ওপর আক্রমণ করা হলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও প্রকাশ্যে হুমকি দিয়েছিল তুরস্ক।

তথ্যসূত্রঃইত্তেফাক

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ