পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, জুলাই ২৭, ২০২৪

বেঙ্গালুরুর ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি

ছয় দফা নিউজ ডেস্ক:
ভারতের বেঙ্গালুরুতে ৪৪টি বেসরকারি বিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তারা জানিয়েছে, শুক্রবার সকালে ই-মেইলে এই হুমকি দিয়ে বলা হয়েছে, স্কুল প্রাঙ্গণে বিস্ফোরক রাখা হয়েছে। খবর এনডিটিভির

কর্ণাটক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, ই-মেইলের উৎস খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। হুমকিকে আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। অগ্রাধিকারভিত্তিতে বিষয়টি যাচাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
ই-মেইলে হুমকির বার্তা পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষগুলো পুলিশকে জানিয়েছে। এ ছাড়া স্কুলে কোনো সন্দেহজনক বস্তু রয়েছে কি না তা অনুসন্ধান করা হয়েছে। সব স্কুলে বোমা নিষ্ক্রীয়কারী দলকে পাঠানো হয়েছে।

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দিয়ানন্দ বলেছেন, যদিও হুমকি ভুয়া বলে মনে হচ্ছে, তবু পুলিশ কোনো ঝুঁকি নিতে রাজি না। অপরাধীকে খুঁজে পেতে সব চেষ্টা করা হবে। বোমা হামলার হুমকির পর একটি স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের জন্য পরামর্শমূলক বার্তা প্রকাশ করা হয়েছে।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ