পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

বেইজিংয়ে শি জিন পিংয়ের সাথে জাম্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক

ছয় দফা নিউজ ডেস্ক:
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমার সাথে বৈঠকে মিলিত হয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ‘সিসিটিভি’ এ খবর জানিয়েছে।

সূত্র মতে, শুক্রবার উভয় নেতার সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। এ সময়ে শি জিনপিং বলেছেন, দু’দেশের বন্ধুত্ব আন্তর্জাতিক অনেক ঝড় ও পরিবর্তন সহ্য করেছে। তিনি আরো বলেছেন, নতুন এই যুগে সমান সমান সহযোগিতার জন্যে এই বন্ধুত্বকে অক্ষয় অনুপ্রেরণায় রূপান্তর করতে চীন আগ্রহী।

এদিকে হিচিলেমা বলেছেন, বিশ^ পরিবর্তনে চীনের ভূমিকাকে জাম্বিয়া ইতিবাচকভাবে দেখে।

উল্লেখ্য, হিচিলেমা ২০২১ সালে দায়িত্ব শুরুর আগে থেকেই চীন জাম্বিয়ায় নতুন বিমানবন্দর, সড়ক ও জ¦ালানি প্রকল্পসহ বৃহৎ অবকাঠামো খাতে ব্যাপক ভূমিকা পালন করে আসছে।

তবে হিচিলেমার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কও দিন দিন আরো নিবিড় হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গণতন্ত্রের জন্যে হিচিলেমার অঙ্গীকারের প্রশংসা করেছেন।

তথ্যসূত্রঃবাসস

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ