পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, অক্টোবর ২০, ২০২৪

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭০০

ছয় দফা নিউজ ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৮৫ জন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় ৩০৭ জনের প্রাণ গেছে। জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানা যায়।

নিহতদের মধ্যে অন্তত ১ হাজার ৫২৪ শিশু রয়েছে। নারীর সংখ্যা ১ হাজার ৪৪৪। আহত হয়েছেন সাড়ে ১২ হাজারের বেশি মানুষ। গাজার বিধ্বস্ত ভবনগুলোর নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে রয়েছেন। তাঁদের অনেকের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। তাই নিহতের এ সংখ্যা আরও বাড়তে পারে।

গাজার আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, গাজার অন্তত ৩০ শতাংশ ঘরবাড়ি ইসরায়েলি বোমার আঘাতে হয় ধ্বংস নয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ইতিমধ্যে ১০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তাঁদের মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৫০০-এর বেশি মানুষ জাতিসংঘ পরিচালিত ১৪৭টি আশ্রয়শিবিরে উঠেছেন।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ