ছয় দফা নিউজ ডেস্ক:
ভারতের নির্বাচন কমিশন বৃহস্পতিবার মিলিয়ন মিলিয়ন ডলারের রাজনৈতিক অনুদানের বিশদ প্রকাশ করেছে। এই অনুদান নির্বাচনের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পার্টিকে বিপুল আর্থিক সুবিধা নিশ্চিত করে।
রাজনৈতিক অর্থায়নের একটি মূল পদ্ধতি হচ্ছে নির্বাচনী বন্ড। এতে দাতাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বেনামে প্রশংসাপত্র কেনার অনুমোদন দেয়।
তবে গত মাসে ভারতের সর্বোচ্চ আদালত দলগুলোকে যে অর্থায়ন করছে তা জানার পর ভোটারদের অধিকার লঙ্ঘন করেছে উল্লেখ করে এই পদ্ধতিটিকে অসাংবিধানিক বলে বাতিল করে দেয়।
বৃহস্পতিবারের তথ্যে দেখা গেছে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এপ্রিল ২০১৯ থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত এককভাবে সবচেয়ে বেশি অর্থায়ন করেছে।
বিজেপি মার্চ ২০২৩ পর্যন্ত সমস্ত নির্বাচনী বন্ডের মাধ্যমে ৪৮ শতাংশের কিছু কম যার পরিমাণ দলগুলোর হিসেবে প্রায় ৭৩ কোটি ডলার পেয়েছে।
একই সময় ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস বিপরীতে প্রাায় ১৭১ মিলিয়ন ডলার পেয়েছে, যা মোটের ১১ শতাংশ।
ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি ব্লুচিপ কোম্পানি বন্ড কেনার তালিকায় রয়েছে।
আদালতের নির্দেশের পর ভারতের নির্বাচনী অনুদানের তথ্য প্রকাশ
তথ্যসূত্রঃবাসস