পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

ছাড়পত্র পেল ‘ইতি চিত্রা’, মুক্তি অক্টোবরে

ছয় দফা নিউজ ডেস্ক:
নব্বই দশকের কিশোর প্রেমের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ইতি চিত্রা’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রাইসুল ইসলাম অনিক। চলচ্চিত্রটি মুক্তির জন্য আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। গত সোমবার বিকেলে সেন্সর প্রদর্শনী শেষে মিষ্টি প্রেমের এই সিনেমাকে আনকাট সেন্সর দেয় সেন্সর বোর্ড। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

বাংলাদেশের মফস্বল শহরের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন দুই নতুন মুখ রাকিব হোসেন ইভন ও জান্নাতুল রিতু। আরও আছেন, নরেশ ভূঁইয়া, আনোয়ার শাহী, ফরহাদ লিমন, শেখ স্বপ্না, শাহীন মৃধা, মনিরুজ্জামান মনিসহ অনেকে।

‘ইতি চিত্রা’ প্রসঙ্গে নির্মাতা রাইসুল ইসলাম অনিক জানান, নব্বই দশকের সত্য প্রেমের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ইতি চিত্রা। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো এই সিনেমা দর্শকদের সুস্থ বিনোদন দিতে সক্ষম। আশা করি দর্শকদের মন কাড়বে। অক্টোবরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা আছে।

মেহেরপুর, মুজিবনগর, চুয়াডাঙ্গা ও খুলনার বিভিন্ন লোকেশনে এই চলচ্চিত্রের আউটডোর শুটিং করা হয়েছে।

তথ্যসূত্রঃদৈনিক বাংলা

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ