পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

ছোট পর্দায় ঈদ আয়োজন

ছয় দফা নিউজ ডেস্ক:
বিটিভি
চাঁদ রাতের মেহমান : ঈদের আগের দিন বিটিভিতে রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘চাঁদ রাতের মেহমান’। হারুন রশীদের রচনায় ও মাহফুজার রহমানের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, হারুন রশীদ, রামিজ রাজু, সুষমা সরকার, শর্মিমালা ও সৈয়দ মোশাররফ।

গোলাপের সুবাস : ঈদের দিন বিটিভিতে রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘গোলাপের সুবাস’। নূরুদ্দিন জাহাঙ্গীরের মূল গল্পে আকরাম খানের নাট্যরূপে ও পরিচালনায় এবং আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, তনয় বিশ্বাস, লাবণ্য চৌধুরী, রিয়াসাদ শুভ, নাজিম উদ্দিন পাপ্পুসহ আরও অনেকে।

মিউজিক্যাল এক্সপ্রেস; ঈদের তৃতীয় দিন বিটিভিতে সন্ধ্যা ৭টায় প্রচার হবে ব্যান্ড শো মিউজিক্যাল এক্সপ্রেস। সংগীত পরিবেশন করবে ‘জলের গান’।

চ্যানেল আই
কৃষকের ঈদ আনন্দ : ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইতে বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে ‘কৃষকের ঈদ আনন্দ’। পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় শাইখ সিরাজ।

নাকাল নকল ছোটকাকু : ঈদের আগের দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ছোটকাকু সিরিজ ‘নাকাল নকল ছোটকাকু’। ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ। পরিচালনা করেছেন আফজাল হোসেন।

স্বপ্ন দেখার দিনগুলো : ঈদের তৃতীয় দিন চ্যানেল আইতে দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘স্বপ্ন দেখার দিনগুলো’। এস আর মজুমদারের পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, তাসনিয়া ফারিণ প্রমুখ।

শিলাবৃষ্টির শরবত : ঈদের দিন চ্যানেল আইতে রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘শিলাবৃষ্টির শরবত’। রাবেয়া খাতুনের গল্পে এটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, আবুল হায়াত, জাকিয়া বারি মম প্রমুখ।

বাংলাভিশন
হাজব্যান্ড অব দ্য ইয়ার : ঈদের দিন বাংলাভিশনে রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘হাজব্যান্ড অব দ্য ইয়ার’। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও তানজিন তিশাসহ আরও অনেকে।

গেস্ট ইন সিঙ্গাপুর : ঈদের দ্বিতীয় দিন বাংলাভিশনে রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘গেস্ট ইন সিঙ্গাপুর’। হাসিব হোসেন রাখির পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমিসহ আরও অনেকে।
সাবলেট : ঈদের দ্বিতীয় দিন বাংলাভিশনে রাত ১১টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘সাবলেট’। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান, কেয়া পায়েলসহ অনেকে।

মাথা গরম জামাই : ঈদের তৃতীয় দিন বাংলাভিশনে রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে ‘মাথা গরম জামাই’। তাইফুর জাহান আশিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমিসহ আরও অনেকে।

শেফালী ফুলের মতো : ঈদের পঞ্চম দিন বাংলাভিশনে দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘শেফালী ফুলের মতো’। সেরনিয়াবাত শাওনের পরিচালনায় এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, কেয়া পায়েলসহ অনেকে।

ফকির যখন কোটিপতি : ঈদের তৃতীয় দিন বাংলাভিশনে রাত ১১টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ফকির যখন কোটিপতি’। প্রীতি দত্তের পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, সামিরা খান মাহিসহ অনেকে।
মাছরাঙা

বইটা আসলে দেয় কে : ঈদের দিন মাছরাঙা টেলিভিশনে রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে নাটক বইটা আসলে দেয় কে?। মুনাসিফ মিমের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তটিনী প্রমুখ।

এভাবেও ভালোবাসা হয় : রাত ৮টায় প্রচার হবে নাটক ‘এভাবেও ভালোবাসা হয়’। সোহাইল রহমানের রচনায় এটি পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ রাকিব। অভিনয় করেছেন মুশফিক ফারহান, সাদিয়া আয়মান প্রমুখ।

রাঙা সকাল : ঈদের চতুর্থ দিন মাছরাঙা টেলিভিশনে সকাল ৭টায় প্রচার হবে ‘রাঙা সকাল’। রুম্মান রশীদ খান ও লাবণ্যের সঞ্চালনায় অতিথি হয়েছেন অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা।

চাবিওয়ালা : ঈদের তৃতীয় দিন মাছরাঙা টেলিভিশনে রাত ৮টায় প্রচার হবে নাটক ‘চাবিওয়ালা’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানিয়া বৃষ্টি প্রমুখ।

হোমমেট : ঈদের দ্বিতীয় দিন মাছরাঙা টেলিভিশনে রাত ৮টায় প্রচার হবে ‘নাটক হোমমেট’। মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ প্রমুখ।

নাগরিক টিভি
মাফিয়া : ঈদের দিন থেকে নাগরিক টিভিতে দেখা যাবে প্রতিদিন রাত ৯টায় ওয়েব সিরিজ ‘মাফিয়া’। সিরিজটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মাহিয়া মাহি ও ইমন।

প্রেমিকা এখন হোস্টেলে : ঈদের দিন নাগরিক টেলিভিশনে রাত ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘প্রেমিকা এখন হোস্টেলে’। নাসিম সাহনিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন তামিম খন্দকার, কচি খন্দকার, জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা প্রমুখ।

বিয়ে আর হলো না : ঈদের দিন নাগরিক টেলিভিশনে রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ‘বিয়ে আর হলো না’। নাটকে অভিনয় করেছেন ইমতু রাতিশ, তামান্না আজমির, শহীদুল আলম সাচ্চুসহ আরও অনেকে।

আলোকিত অন্ধকার : ঈদের দিন এটিএন বাংলায় রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘আলোকিত অন্ধকার’। হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, মীর সাব্বির, তারিন জাহান, সুভাশিষ ভৌমিক, সাবেরী আলম, নূরে কাঞ্চন, সুবর্ণা মজুমদারসহ আরও অনেকে।

মিসেস ডিস্টার্ব রিটার্নস : ঈদের আগের দিন এটিএন বাংলায় রাত ৭টা ৫০ মিনিটে প্রচার নাটক মিসেস ডিস্টার্ব রিটার্নস। হাসিব হোসেন রাখির পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি।

ফরেন লাভার : ঈদের দ্বিতীয় দিন এটিএন বাংলায় রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘ফরেন লাভার’। তাইফুর জাহান আশিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানহা তাসনিয়া।

ইমরান শো- বকুলও চন্দনে, গানের বন্ধনে : ঈদের তৃতীয় দিন এটিএন বাংলায় রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘ইমরান শো বকুলও চন্দনে, গানের বন্ধনে’। ইমরানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কবির বকুল।

এটিএন বাংলা
আজকাল তুমি এমন : ঈদের চতুর্থ দিন এটিএন বাংলায় রাত ৮টা৪৫মিনিটে প্রচার হবে নাটক ‘আজকাল তুমি এমন’। মারুফ হোসেন সজিবের পরিচালনায় এতে অভিনয় করেছেন খাইরুল বাসার, সাদিয়া আয়মান প্রমুখ।

বৈশাখী টিভি
শেষ কিছু দিন : ঈদের দ্বিতীয় দিন বৈশাখী টেলিভিশনে রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘শেষ কিছু দিন’। ইমরাউল রাফাতের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিম সায়রা তটিনী প্রমুখ।

হৃদয়ে তুমি : ঈদের দিন থেকে বৈশাখী টেলিভিশনে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘হৃদয়ে তুমি’। আহমেদ আজিম টিটুর পরিচালনায় এতে অভিনয় করেছেন আবদুন নূর সজল, নাদিয়া মিম, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

ফল ইন ফাইট : ঈদের তৃতীয় দিন বৈশাখী টেলিভিশনে রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘ফল ইন ফাইট’। মুহাম্মদ মিফতাহ আনানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, সামিরা খান মাহি, টুটিয়া ইয়াসমিন পাপিয়া, ঈশন অনন্য প্রমুখ।

ফান্দে পড়িয়া জামাই কান্দে : ঈদের চতুর্থ দিন বৈশাখী টেলিভিশনে রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘ফান্দে পড়িয়া জামাই কান্দে’। আবদুল্লাহ আল ফাহাদের পরিচালনায় এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, মাইমুনা মোমো, মাসুম বাসার, চিত্রলেখা গুহ প্রমুখ।

বাংলা টিভি
তারার ঈদ : বাংলা টিভিতে ঈদের দিন থেকে সাত দিন রাত ৮টায় প্রচার হবে ‘তারার ঈদ’। অতিথি হিসেবে থাকছেন অপু বিশ্বাস, বুবলী, নুসরাত ফারিয়া, জায়েদ খান, পূজা চেরী, আদর আজাদ, নওশাবা, রোশান ও তানহা তাসনিয়া।

দীপ্ত টিভি
নেশার লাটিম : ঈদের দিন দীপ্ত টিভিতে রাত ৮টায় প্রচার হবে নাটক ‘নেশার লাটিম’। নাটকটি পরিচালনা করেছেন সোহেল হাসান। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সামিরা খান মাহি প্রমুখ।

ঈদে ওটিটির আয়োজন
চরকি : ঈদের আগের দিন চরকিতে মুক্তি পাবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওয়েবফিল্ম ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’। এতে চঞ্চলের সঙ্গে অভিনয় করেছেন গায়িকা জেফার। সিনেমায় আরও অভিনয় করেছেন সামিনা হোসেন প্রেমা, চঞ্চলপুত্র শুদ্ধ, প্রেমাকন্যা রাই প্রমুখ।

দীপ্ত প্লে : বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে অনিমেষ আইচ নির্মাণ করেছেন ওয়েব সিনেমা ‘মায়া’। এ সিনেমায় অভিনয় করেছেন মামুনুর রশীদ, গোলাম ফরিদা ছন্দা, অভিনেতা বৃন্দাবন দাস ও শাহনাজ খুশীর দুই পুত্র দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি এবং গোলাম ফরিদা ছন্দার দুই কন্যা টাপুর, টুপুর প্রমুখ। ১৪ এপ্রিল সিনেমাটি প্রচারিত হবে।

হইচই : ভিকি জাহেদ পরিচালিত ও চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘রুমি’। হইচইতে এটি মুক্তি পাচ্ছে ১০ এপ্রিল। একটি হত্যা মামলাকে কেন্দ্র করে এগিয়েছে সিরিজটির গল্প। চঞ্চল ছাড়াও এতে অভিনয় করেছেন সজল নূর, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।

বঙ্গ : বঙ্গে থাকছে সাত দিনের নানা আয়োজন। ঈদের দিন থাকছে চায়নিজ ড্রামা সিরিজ ‘এলিয়েন গার্লফ্রেন্ড’-এর নতুন সিজন। এরপর পূজা চেরী, সজল ও রোশান অভিনীত সিনেমা ‘জ্বীন’। ঈদের পরদিন দক্ষিণ ভারতের সিনেমা ‘সব্যসাচী’ ও বলিউডের ‘থ্রি ইডিয়টস’ বাংলা ভার্সন। ১৩ এপ্রিল তৌসিফ-তাসনিয়া ফারিণের নাটক ‘গর্ভ’। ১৪ ও ১৬ এপ্রিল থাকছে হলিউড সুপারহিরো মুভি সিরিজ স্পাইডার ম্যানের দুই সিনেমা ‘দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান ২’ ও ‘স্পাইডার ম্যান : হোমকামিং’। আরও থাকছে কাজল আরেফিন অমির ‘হোটেল রিল্যাক্স’, ‘অসময়’ ও ‘দুঃখিত’ নিয়ে একটি বান্ডেল প্যাকেজ।

আইস্ক্রিন : আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘দেশান্তর’। আশুতোষ সুজন পরিচালিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেচেন মৌসুমী।

বিঞ্জ : সুমন আনোয়ার পরিচালিত ‘টাইগার থ্রি’ মুক্তি পাবে ১৪ এপ্রিল বিঞ্জে। সিরিজের প্রধান দুই চরিত্র টাইগার ও লাইলীর ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মাওলা ও ফারহানা হামিদ। আরও আছেন জাকিয়া বারি মম, সুমন আনোয়ার, রাশেদ মামুন অপু, সমাপ্তি মাসুক, অশোক বেপারী, নাইমা আলম মাহা প্রমুখ।

বায়োস্কোপ : তাহসান, জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো অভিনীত অরিজিনাল ‘দ্বিতীয় কৈশোর’ প্রচার করবে বায়োস্কোপ। এছাড়া থাকছে জাহিদ হাসানের থ্রিলার সিরিজ ‘কে?’

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ