পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

প্যারিসে পুরস্কার পেল বাংলাদেশের ২ সিনেমা

ছয় দফা নিউজ ডেস্ক:
প্যারিসে সিনেমা ল্যঁ লিংকনে গঁজ স্যুর সেইন ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছে বাংলাদেশের দুই সিনেমা। সোমবার (৮ অক্টোবর) শেষ হওয়া উৎসবে চার বিভাগে পুরস্কার জিতেছে নির্মাতা বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’এবং দুটি বিভাগে পুরস্কার জিতেছে শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’।

২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে বদরুল আনাম সৌদ নির্মাণ করেছেন ‘শ্যামা কাব্য’। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল ও নীলাঞ্জনা নীলা।

আরও আছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, এ কে আজাদ সেতু প্রমুখ। পরিচালনার পাশাপাশি ‘শ্যামা কাব্য’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বদরুল আনাম সৌদ। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।

সামিয়া জামান প্রযোজিত ‘আজব কারখানা’ নির্মাণ করেছেন পরিচালক শবনম ফেরদৌসী। এটি ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপরেসি অ্যাওয়ার্ড অর্জন করে।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ