পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

শহীদ মিনারে সালাহউদ্দীন জাকীকে শেষ শ্রদ্ধা

ছয় দফা নিউজ ডেস্ক:
‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এসময় উপস্থিত হন চলচ্চিত্রের শিল্পী, কলাকুশলী থেকে শুরু করে সাধারণ মানুষ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই বিদায় অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। শহীদ মিনার থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডি। সেখানে জোহরের নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ধানমন্ডির তাকওয়া মসজিদে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ জানান, প্রথম জানাজা শেষে সালাহউদ্দীন জাকীর মরদেহ দুপুর ৩টা ১৫ মিনিটে তেজগাঁও চ্যানেল আই ভবনে নিয়ে যাওয়া হয়। চ্যানেল আইয়ে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে দাফন করা হবে গুণী এই পরিচালককে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দীন জাকী। তার মৃত্যুতে শুধু চলচ্চিত্র জগতই নয়, পুরো সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সৈয়দ জাকীর জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেয় পরিবার।

প্রসঙ্গত, প্রথম পরিচালিত সিনেমা ‘ঘুড্ডি’ দিয়েই বাজিমাত করেছিলেন সৈয়দ সালাউদ্দিন জাকী। অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফার এটি প্রথম চলচ্চিত্র। এমনকি লাকি আখান্দেরও সংগীত পরিচালনার শুরুটা এ সিনেমা দিয়েই। এতে কাওসার আহমেদ চৌধুরীর লেখায় হ্যাপি আখান্দের গাওয়া ‘আবার এল যে সন্ধ্যা’ গানটি এখনও শ্রোতাদের মুখে মুখে।

এছাড়া ‘ঘুড্ডি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সালাহউদ্দিন জাকী। এরপর তিনি ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। এরপর দীর্ঘ বিরতি ভেঙে সাম্প্রতিক বছরে ‘অপরাজেয় একা’ ও ‘ক্রান্তিকাল’ নামে দুটি সিনেমা পরিচালনা করেন। যেগুলো এখন মুক্তির অপেক্ষায়। চলচ্চিত্র নির্মাণ ছাড়াও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ