পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

দেশের ১৫৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’

ছয় দফা নিউজ ডেস্ক:
আর বাকি মাত্র কিছু ঘণ্টা। ১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। দেশের রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে সিনেমাটি যে মুক্তি পাবে, সে ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। জানা গেলো, একযোগে দেশের ১৫৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এ বিষয়ে বেশ কিছু টিভি চ্যানেলে চালানো হচ্ছে প্রোমো ও প্রচারণা।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে এই সিনেমা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সেখানেও জানানো হয় সিনেমাটি ১৫৩ হলে একযুগে মুক্তি পাবে। সিনেমাটির ডিস্টিবিউশনের দায়িত্ব থাকছে জাজ মাল্টিমিডিয়ার ওপর। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ সংবাদ সম্মেলনে হল সংখ্যা ১৫৩টির বিষয়েও নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’।

এরইমধ্যে সিনেমাটির পোস্টার, ট্রেলার ও গান প্রকাশ করা হয়েছে। এর বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটি সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে যাবে বলে সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন আরেফিন শুভ।

শুভ বলেন, ‘এই সিনেমার গল্পটাও আমি জানতে চাইনি। কারণ নির্মাতা শ্যাম বেনেগাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমার জন্য যথেষ্ট কাজটি করার জন্য। আমি এমন একটা মানুষের চরিত্রে অভিনয় করতে পেরেছি, যিনি লড়াই-সংগ্রামের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। আর এই সিনেমার পর যদি আমি মরেও যাই বা আর কোনো সিনেমা করতে না পারি, তাতেও কোনো আক্ষেপ থাকবে না।’

দীঘি বলেন, ‘অনেক উচ্ছ্বসিত আমি। অনেক উত্তেজনা কাজ করছে। এটি কেবল সিনেমা নয়, একটা জাতির ইতিহাস। আমিও ইতিহাসের অংশ হয়ে গেলাম রেণুর চরিত্রে অভিনয় করে।’

ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর ও জায়েদ খান সহ দেশের শতাধিক শিল্পী।

ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত এবং অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধায়নে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বাংলাদেশের ৬০ শতাংশ ও ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার এবং ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেইলার রিলিজ করা হয়।

এখন অপেক্ষা প্রেক্ষাগৃহে মুক্তির।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ