পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

আবার ঘুরে দাঁড়াচ্ছে চিংড়ির রফতানি বাজার

ছয় দফা নিউজ ডেস্ক:
কয়েক দিন আগে চিংড়ির রফতানি বাজার মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছিল। রফতানি ক্ষেত্রে নিম্নমুখী প্রবণতা ছিল। কিন্তু সবকিছু ফেলে চিংড়ি আবার রফতানির ক্ষেত্রে আশা জাগাচ্ছে। এই প্রথমবারের মতো নিউজিল্যান্ডে বাংলাদেশের চিংড়ি রফতানির দরজা খুলছে। ইতিমধ্যে খুলনার বেশ কয়েকটি রফতানিকারক প্রতিষ্ঠান চিংড়ি রফতানির জন্য নিবন্ধিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

করোনাকালে হিমায়িত খাদ্য হিসেবে চিংড়ির রফতানি অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। করোনা পরবর্তীকালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আবার হুমকির মধ্যে পড়ে চিংড়ির বাজার। কয়েক বছর ধরে বাংলাদেশের চিংড়ির রফতানি বাজারমূল্য ক্রমশ কমে আসে। বিশেষ করে ইউরোপের বাজারে চিংড়ির চাহিদা কমে আসে।

এক পরিসংখ্যানে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে শুধু খুলনা অঞ্চল থেকে বাগদা ও গলদা চিংড়ি রফতানি হয়েছে ২৪ হাজার ১০ টন। আর গত ২০২২-২৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ১৯ হাজার ৯০ টন। গত ২০২০-২১ অর্থবছরে শুধু রাশিয়ায় চিংড়ি রফতানি হয় ৭৩১ টন। আর ইউক্রেনে রফতানি হয় ১১৯ টন। এ সময় চিংড়ি রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় ৬৯ কোটি ৪৪ লাখ টাকা। আর ২০২১-২২ অর্থবছরে রফতানি হয়েছিল ২৬৯ টন চিংড়ি। এই রফতানি মূল্য দাঁড়ায় ২৩ কোটি ৪৭ লাখ টাকা। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই দুটি দেশে চিংড়ি রফতানি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে এখন আবার নতুন করে বিভিন্ন দেশে চিংড়ির বাজার খোঁজা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে আভাস পাওয়া গেছে।

এরই ধারাবাহিকতায় এই প্রথমবারের মতো নিউজিল্যান্ডে চিংড়ি রফতানি হতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। পাশাপাশি চীনে নতুন করে চিংড়ি রফতানির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্টরা মনে করেন, দেশের বাইরে চিংড়ি রফতানি বাড়ানোর জন্য বেশি করে প্রদর্শনীর আয়োজন করা যেতে পারে।

আর এ ব্যাপারে মৎস্য অধিদফতর, হিমায়িত খাদ্য রফতানিকারকদের উদ্যোগ নিতে হবে বলে মনে করেন চিংড়ি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্টরা। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মান নিয়ন্ত্রণের দিকে মনোযোগী হলে চিংড়ি রফতানিতে নতুন বাজার সৃষ্টি হবে। এর জন্য প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ