পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মংলায় লাইবেরিয়ান জাহাজ

ছয় দফা নিউজ ডেস্ক:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য পণ্য নিয়ে মংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ার বাণিজ্যিক জাহাজ এমভি সাপোদিল্লা।

আজ শুক্রবার দুপুরে জাহাজটি মংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোট শিপিংয়ের ম্যানেজার অসীম সাহা।

অসীম সাহা বলেন, দ্রুত সময়ের মধ্যে জাহাজ থেকে মালামাল খালাস শুরু হবে। এর পর সেখান থেকে সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে। এর আগে ২৬ জুলাই এমভি ইসানিয়া নামক একটি জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১২৭০ দশমিক ৪০৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য মংলা বন্দরে খালাস করা হয়েছিলো।

এর আগে গেল ১৬ জুলাই রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে বাণিজ্যিক জাহাজটি মংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৯৩৪ প্যাকেজের ৩২৪৩ দশমিক ৩৫৪৫ মেট্রিক টন মেশিনারিজ পণ্য রয়েছে।

তথ্যসূত্রঃদেশ রুপান্তর

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ