পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

‘মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি’

ছয় দফা নিউজ ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজধানীতে আজ (শুক্রবার, ৫ এপ্রিল) বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার পর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক আইন ও বিধি শাখা থেকে গতকাল এক আদেশ জারি করা হয়। ওই আদেশে বলা হয়, আগামী জুলাই মাস থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বসানো হচ্ছে। ফলে জুলাই থেকে যাত্রীদের গুনতে হবে বাড়তি ভাড়া।

ভ্যাট সাধারণত ভোক্তাকেই দিতে হয়, সেজন্য মেট্রোরেলের ভাড়া ১৫ শতাংশ বাড়তে পারে। ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানিকে (ডিএমটিসিএল) গতকালই চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে এনবিআর।

মেট্রোর ভাড়ার ভ্যাট বসানো প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয় নাই। এই বিষয়ে আমি কিছুই জানি না। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফ আছে, যার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অব্যাহতির মেয়াদ শেষে মূল্য সংযোজন কর আরোপ না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছিল; কিন্তু এনবিআর এই মওকুফ সুবিধা আর অব্যাহত রাখতে আগ্রহী নয়। কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী, সব ধরনের করছাড় কমাতে হবে। এর পরই গতকাল এই আদেশ জারি করা হয়।

এ সময় বান্দরবানের সাম্প্রতিক ইস্যু নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে সেটা একটি ক্ষুদ্র গোষ্ঠীর কাজ। তারা সশস্ত্র হামলা করছে, আমাদের মাথায় এটা আছে। আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। আশা করি, অচিরেই এটার সমাধান করবো।’

তথ্যসূত্রঃএখন টিভি

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ