পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ পেল চার ব্যক্তি ও প্রতিষ্ঠান

ছয় দফা নিউজ ডেস্ক:
ব্যবসা-বাণিজ্যে অসামান্য অবদানের জন্য দেশের চার ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২২’ শীর্ষক এ পুরস্কার দিয়েছে আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল সেরাটনে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের ২১তম এই আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্‌ফুজ আনাম, ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের এ দেশীয় ব্যবস্থাপক মো. মিয়ারুল হক।

এ বছর মোট চারটি শ্রেণিতে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ‘বছরের সেরা ব্যবসায়ী ব্যক্তিত্ব’ বা ‘বিজনেস পারসন অব দ্য ইয়ার’ শ্রেণিতে পুরস্কার পেয়েছেন স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ‘বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা’ বা ‘এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার’ শ্রেণিতে পুরস্কার পেয়েছে নারী উদ্যোক্তা সুতার কাব্যের চেয়ারপার্সন সিরাজুম মুনিরা। ‘বছরের সেরা আর্থিক প্রতিষ্ঠান’ শ্রেণিতে পুরস্কার পেয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। আর লাইফটাইম অ্যাচিভমেন্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন অ্যাফেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আজকে যাদের পুরষ্কৃত করা হয়েছে তারা এই পুরস্কার পাওয়ার যোগ্য। তারা নিজেদের জায়গা থেকে দেশের আর্থিক কাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে যে নারী উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন তিনি প্রত্যন্ত অঞ্চলে কর্মসংস্থান তৈরি করছে। আজকে এখানে যে উদ্যোক্তা এবং ব্যবসায়ীর উপস্থিত রয়েছেন তারা দেশে এক মিলিয়নেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছেন। তারা এদেশের বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা চাই এ দেশকে এগিয়ে নিতে। হয়তো আমরা এখন একটু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু মনে রাখতে হবে রাত্রি যত গভীর হয় সকাল তত ত্বরান্বিত হয়।

ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম বলেন, আমরা ২০০০ সালে যখন এই পুরস্কার দেওয়া শুরু করি। এবার ২১তম অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে। আমরা চাই দেশের সৎ এবং নিষ্ঠাবান ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে। যাদের লক্ষ্য অর্থ ইনকাম নয়। যারা দেশকে আর্থিকভাবে এগিয়ে নিতে চান।

তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে খেলাপি ঋণ শীর্ষ পর্যায়ে পৌঁছেছে। কিছু কিছু ব্যবসায়ী আন্ডার ইনোসিং এবং ওভার ইনভার্সিং এর মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করছে। এগুলো হচ্ছে কর্পোরেট গভর্নেন্স না থাকার কারণে।

তিনি তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, তরুণ উদ্যোক্তাদের বলব তারা যেন নলেজ বেইজড ফিউচার তৈরি করেন। যারা সৎ ব্যবসায়ী হবে এবং খেলাপি হবে না। আমরা ব্যবসায়ীদের মধ্যে একটি মডেল তৈরি করতে চাই।

তথ্যসূত্রঃদেশ রূপান্তর

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ