পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ট্রেনে ২ ঘন্টায় যাওয়া যাবে ফরিদপুরের ভাঙ্গা

ছয় দফা নিউজ ডেস্ক:
দক্ষিণাঞ্চলের মানুষের আরেক স্বপ্ন ঢাকা থেকে সরাসরি রেল সংযোগ। যা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বৃহস্পতিবার প্রথম ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলেছে। এতে সময় লেগেছে দুই ঘণ্টা ১০ মিনিট।

এর আগে কমলাপুর রেলস্টেশন থেকে সকাল ১০টা ৭ মিনিটে রেলমন্ত্রী, কয়েকজন সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাসহ ট্রেনটি ভাঙ্গার উদ্দেশে রওনা করে দুপুর ১২টা ১৭ মিনিটে ভাঙ্গা স্টেশনে পৌঁছে যায়।

কমপাপুর থেকে কেরানীগঞ্জ এলিভেটেড রেলওয়ে স্টেশনে পৌঁছায় ১০টা ৪৮ মিনিটে। আর নিমতলা স্টেশনে ১১টা ১ মিনিট, শ্রীনগর স্টেশনে ১১টা ১৫ মিনিট, মাওয়া স্টেশনে ১১টা ২৪ মিনিটে পৌঁছে ট্রেনটি পদ্মা সেতুতে ওঠে ১১টা ২৭ মিনিটে।

পরীক্ষামূলক ট্রেনটি ভাঙ্গায় পৌঁছালে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী স্বাগত জানান। তার সঙ্গে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আগামী ১০ অক্টোবর ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের বহুল কাঙ্ক্ষিত ট্রেনে করে রাজধানীতে আসতে পারবেন খুব সহজেই বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, পরীক্ষামূলকভাবে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতুর ওপর দিয়ে শুরু হচ্ছে রেল যোগাযোগ। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এই রেল যোগাযোগ যুগান্তকারী পরিবর্তন আসবে। ঢাকা-ভাঙ্গা রেল যোগাযোগ উদ্বোধনের পরে যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসবে। এর সুফল সারা দেশের মানুষ পাবে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ