পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

মুন্সীগঞ্জে জাতীয় যুব দিবসে ঋণ বিতরণ

ছয় দফা নিউজ ডেস্ক:
জেলায় আজ জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণ, প্রশিক্ষণ সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। সকাল ১০টায় সদর উপজেলার বজ্রযোগিনীর ভাঙ্গায় মুন্সীগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ঋণ বিতরণ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক স¤পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

জেলা প্রশাসক মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুদুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন ও রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু শেখ প্রমুখ। ২৮ জন যুবককে ১৬ লাখ ১০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়।

তথ্যসূত্রঃবাসস

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ