ছয় দফা নিউজ ডেস্ক:
ঈদকে সামনে রেখে সাসেক-২ প্রকল্পের আওতায় রংপুরমুখী ১০টি পথ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়কে নির্মিত একটি রেলওভারপাস, ৭টি ওভারপাস ও ২টি সেতু।
আজ শনিবার (৬ এপ্রিল) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এ ছাড়া অনুষ্ঠান থেকে ঢাকা-চট্রগ্রাম জাতীয় মহাসড়কের টোল প্লাজার সব লেনে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম চালু করাসহ মেঘনা সেতু টোল প্লাজা-২ এর উদ্বোধন করা হয়।
দেশবাসীর জন্য এসব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। মহাসড়কে কোনো প্রকার যানজট থাকবে না।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, আজ থেকে বগুড়ার তিনমাথা রেল গেইটে ৫৫০ মিটার দৈঘ্যের একটি রেলওভারপাস, দুটি সেতু, সিরাজগঞ্জে ৫৬ মিটার দৈর্ঘ্যের দাতিয়া সেতু ও ৩২ মিটার দৈর্ঘ্যের ফটকি সেতু ছাড়াও সিরাজগঞ্জে ৩৯ মিটার দৈর্ঘ্যের মুলিবাড়ি ওভারপাস, ৩৯ মিটার দৈর্ঘ্যের পাঁচিলা ওভারপাস ও ৩৫ মিটার দৈর্ঘ্যের দাতপুর ওভারপাস, বগুড়ায় ১৫৮ মিটার দৈর্ঘ্যের বি-ব্লক ক্যান্টনমেন্ট ওভারপাস ও ১৭৮ মিটার দৈর্ঘ্যের ফুলতলা ওভারপাস, রংপুরে ৩০ মিটার দৈর্ঘ্যের ধাপেরহাট ওভারপাস এবং ৮ মিটার দৈর্ঘ্যের মির্জাপুর ওভারপাস যান চলাচলের জন্য খুলে দেয়া হলো।
উল্লেখ্য, ১৯ হাজার ১৬ কোটি টাকা ব্যয়ে ১৯০.৪০ কিলোমিটার দীর্ঘ এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়কটি সাঊথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) করিডোর, এশিয়ান হাইওয়ে-২, বিমসটেক-২ এবং সার্ক হাইওয়ে করিডোর-৪ এর উল্লেখযোগ্য অংশ।
বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে সাসেক-২ প্রকল্পের মাধ্যমে ধীরগতি সম্পন্ন যানবাহনের জন্য পৃথক লেনের সংস্থানসহ মহাসড়কটিকে ৬-লেনে উন্নীত করা হচ্ছে। প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের হাটিকামরুলে আলাদা গ্রেডবিশিষ্ট একটি ইন্টারচেঞ্জ, ৫টি ফ্লাইওভার, ৩২টি সেতু ও ৩৯টি ওভারপাস নির্মাণের সংস্থান রয়েছে।
যার মধ্যে ১৪টি সেতু, একটি ফ্লাইওভার ও ১৫টি ওভারপাস ইতিমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। প্রকল্পের আওতায় আরো একটি রেলওভারপাস, ৭টি ওভারপাস ও ২টি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে, যা আজ উন্মুক্ত করে দেয়া হলো।