পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, নভেম্বর ৯, ২০২৪

ঈদের আগে খোলা হলো রংপুরমুখী ১০ পথ

ছয় দফা নিউজ ডেস্ক:
ঈদকে সামনে রেখে সাসেক-২ প্রকল্পের আওতায় রংপুরমুখী ১০টি পথ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়কে নির্মিত একটি রেলওভারপাস, ৭টি ওভারপাস ও ২টি সেতু।

আজ শনিবার (৬ এপ্রিল) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এ ছাড়া অনুষ্ঠান থেকে ঢাকা-চট্রগ্রাম জাতীয় মহাসড়কের টোল প্লাজার সব লেনে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম চালু করাসহ মেঘনা সেতু টোল প্লাজা-২ এর উদ্বোধন করা হয়।

দেশবাসীর জন্য এসব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। মহাসড়কে কোনো প্রকার যানজট থাকবে না।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, আজ থেকে বগুড়ার তিনমাথা রেল গেইটে ৫৫০ মিটার দৈঘ্যের একটি রেলওভারপাস, দুটি সেতু, সিরাজগঞ্জে ৫৬ মিটার দৈর্ঘ্যের দাতিয়া সেতু ও ৩২ মিটার দৈর্ঘ্যের ফটকি সেতু ছাড়াও সিরাজগঞ্জে ৩৯ মিটার দৈর্ঘ্যের মুলিবাড়ি ওভারপাস, ৩৯ মিটার দৈর্ঘ্যের পাঁচিলা ওভারপাস ও ৩৫ মিটার দৈর্ঘ্যের দাতপুর ওভারপাস, বগুড়ায় ১৫৮ মিটার দৈর্ঘ্যের বি-ব্লক ক্যান্টনমেন্ট ওভারপাস ও ১৭৮ মিটার দৈর্ঘ্যের ফুলতলা ওভারপাস, রংপুরে ৩০ মিটার দৈর্ঘ্যের ধাপেরহাট ওভারপাস এবং ৮ মিটার দৈর্ঘ্যের মির্জাপুর ওভারপাস যান চলাচলের জন্য খুলে দেয়া হলো।

উল্লেখ্য, ১৯ হাজার ১৬ কোটি টাকা ব্যয়ে ১৯০.৪০ কিলোমিটার দীর্ঘ এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়কটি সাঊথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) করিডোর, এশিয়ান হাইওয়ে-২, বিমসটেক-২ এবং সার্ক হাইওয়ে করিডোর-৪ এর উল্লেখযোগ্য অংশ।

বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে সাসেক-২ প্রকল্পের মাধ্যমে ধীরগতি সম্পন্ন যানবাহনের জন্য পৃথক লেনের সংস্থানসহ মহাসড়কটিকে ৬-লেনে উন্নীত করা হচ্ছে। প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের হাটিকামরুলে আলাদা গ্রেডবিশিষ্ট একটি ইন্টারচেঞ্জ, ৫টি ফ্লাইওভার, ৩২টি সেতু ও ৩৯টি ওভারপাস নির্মাণের সংস্থান রয়েছে।

যার মধ্যে ১৪টি সেতু, একটি ফ্লাইওভার ও ১৫টি ওভারপাস ইতিমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। প্রকল্পের আওতায় আরো একটি রেলওভারপাস, ৭টি ওভারপাস ও ২টি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে, যা আজ উন্মুক্ত করে দেয়া হলো।

তথ্যসূত্রঃকালের কণ্ঠ

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ