পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪

বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করে এলিট ক্লাবে হেড

ছয় দফা নিউজ ডেস্ক:
স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নেমেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ফাইনালে প্রায় ১ লাখ ৩০ হাজার ভারতীয় সমর্থকদের স্তব্ধ করে ৬ উইকেটের জয়ে ষষ্ঠ শিরোপা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ১৩৭ রানের অনবদ্য এক ইনিংস খেলে ফাইনাল সেরার পুরস্কার জেতেন অজি ওপেনার ট্রাভিস হেড।

ফাইনালে ভারতের দেওয়া ২৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। তবে মার্নাস লেবুশানে সঙ্গে ১৯২ রানের জুটি গড়ে দলের জয়ের ভীত গড়ে দেন হেড। ১২০ বলে ১৩৭ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন তিনি। এনিয়ে সপ্তম ব্যাটার হিসেবে বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন হেড।

বিশ্বকাপের ফাইনালে হেড তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে শতক উপহার দিলেন। এর আগে ২০০৩ সালে রিকি পন্টিং অপরাজিত ১৪০ ও ২০০৭ সালে অ্যাডাম গিলক্রিস্ট করেছিলেন ১৪৯ রান। একমাত্র জয়াবর্ধনের সেঞ্চুরি বিশ্বকাপের ফাইনালে পরাজিত শ্রীলঙ্কার পক্ষে হওয়ায় তা কার্যত কোন কাজে আসেনি।

বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করা সাত ব্যাটারের তালিকা:

স্কোর ব্যাটার দল প্রতিপক্ষ ভেন্যু বছর

১৪৯ অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ব্রিজটাউন ২০০৭
১৪০* রিকি পন্টিং অস্ট্রেলিয়া ভারত জোহানেসবার্গ ২০০৩
১৩৮* ভিভিয়ান রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড লর্ডস ১৯৭৯
১৩৭ ট্রাভিস হেড অস্ট্রেলিয়া ভারত আহমেদাবাদ ২০২৩
১০৭* অরবিন্দ ডি সিলভা শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া লাহোর ১৯৯৬
১০৩* মাহেলা জয়াবর্ধনে শ্রীলঙ্কা ভারত মুম্বাই ২০১১
১০২ ক্লাইভ লয়েড ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড লর্ডস ১৯৭৫

তথ্যসূত্রঃইত্তেফাক

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ