নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
গাইবান্ধা সদরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ১ম পর্যায়ের প্রকল্পের কাজের উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।
শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) ১ম পর্যায়ের প্রকল্পের এ কাজের উদ্বোধন করা হয়।
গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আল হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার রহমানসহ সংশ্লিষ্ট দফতরসমূহের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।