পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

গাইবান্ধায় বিনামূল্যে ৫ হাজার গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে গাছের বিতরণ করেছে সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র এবং সামাজিক বন বিভাগ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষে এসব চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।

এসময় গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদ আল হাসান, সামাজিক বনায়ন কর্মসূচি জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম মন্ডল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ৫ হাজার বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ