পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

গাইবান্ধায় ঢেউটিন ও গৃহনির্মাণ চেক বিতরণ করলেন হুইপ গিনি

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
গাইবান্ধা সদর উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ঢেউটিন ও গৃহনির্মাণ চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (০৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপকারভোগী ২১২ জনের মাঝে এসব ঢেউটিন ও গৃহনির্মাণ চেক বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।

081123 019b গিনি

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আল হাসানের সভাপতিত্বে ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী জোবায়ের রহমানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মৃদুল মোস্তাফিজ ঝন্টু, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মিঠুল, বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান, বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু, মালিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব মো. রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আসিফ সরকার, হুইপের একান্ত ব্যাক্তিগত সহকারী শাহ্ সবুর হোসেন বিদ্যুৎ প্রমুখ।

প্রতিজন উপকারভোগীকে ১ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হুইপ মাহাবুব আরা বেগম গিনি।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ