পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
সোমবার, অক্টোবর ২১, ২০২৪

গাইবান্ধায় প্রকৃতিতে শীতের আগাম বার্তা দিচ্ছে ঘনকুয়াশা

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
উত্তরের জেলা গাইবান্ধায় ঘনকুয়াশায় শীতের আগাম বার্তা দিচ্ছে প্ৰকৃতি। এবার কার্তিকের শুরুতেই শীতের আমেজ। জেলার বিভিন্ন উপজেলায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু করেছে শীতের পরশ। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলছে। ধানের পাতায়, ঘাসের ডগায় জমতে শুরু করেছে শিশির বিন্দু। পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে হিমেল পরশ। সূর্যোদয়ের মধ্যে দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা।

ফসলের মাঠে মাঠে উঁকি দিচ্ছে নতুন ধান। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা। এ সময় জেলার বিভিন্ন এলাকার সড়কে ইজিবাইক, পিকআপ, ট্রাক, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে দেখা যাচ্ছে।

ভোরের ঘন কুয়াশার সিগ্ধতার মাখামাখিতে এখন এক অন্যরকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে। কুয়াশা মাখা মনোরম পরিবেশ উপভোগ করে উচ্ছ্বসিত হয়েছেন ভোরে ফজরের নামাজের মুসল্লিগন, শিশু, হাঁটতে বের হওয়া মানুষ ও কাজে বের হওয়া শ্রমিকরা।

এ সময়ে কুয়াশার কারণে এবার শীতের তীব্রতা বাড়তে পারে বলে মনে করছেন অনেকে। তারা বলছেন, এখন আর রাতে ফ্যান চালানো যাচ্ছে না। শেষ রাতে কাঁথা ও পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত আসতে দেরি আছে।

এদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন এ জেলার কৃষকরা। মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে।

সদর উপজেলার বল্লমঝাড় এলাকার জাহিদুল ইসলাম বলেন, কার্তিক মাসের শুরুর দিকে এমন ঘন কুয়াশা গত কয়েক বছর দেখেনি উপজেলাবাসী। তবে হাঁটতে খুব ভালো লাগছে, আজকের দিনে কুয়াশা বলে দেয় যে শীত আসছে।

বল্লমঝাড় আমিনিয়া মসজিদের ইমাম রফিকুল ইসলাম ছয় দফাকে বলেন, যে পরিমাণ কুশায়া পড়ে গেছে, এতে হয়তো শীতের আগমন ঘটছে। কয়েকদিন আগে অনেক বৃষ্টি, তার পরেই গরম এরপর সকালে কুয়াশা। এ সব মিলিয়েই আমাদের এই বাংলাদেশর ছয় ঋতুর কিছুটা পরিবের্তন ঘটছে। সব যেন একটু আগে পিছে হচ্ছে।

স্থানীয় ইজিবাইক চালক শামছুল আলম বলেন, কুয়াশা মানেই শীত আসার নমুনা। চলাচলে একটু বিঘ্ন ঘটছে তাতে কোনো সমস্যা নেই। সকালের স্নিগ্ধ আবহাওয়া ভালোই লাগছে।

সকাল সকাল গ্রামীণ পথদিয়ে হাঁটতে বের হওয়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অমিছা বেগম ছয় দফাকে বলেন, অক্টোবর মাস প্রাকৃতিক নিয়মেই কুয়াশা পড়ার কথা। তবে আস্তে আস্তে পড়ার কথা থাকলেও আজকে একটু কুয়াশা যেন বেশিই পড়েছে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ