পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

মিয়ানমারে জান্তার হামলায় শরণার্থী ক্যাম্পে নিহত ২৯

ছয় দফা নিউজ ডেস্ক:
মায়ানমারের উত্তরাঞ্চলে লাইজায় একটি বাস্তুচ্যুত গ্রামে সন্দেহভাজন ড্রোন হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে করে ২৯ জন অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তি (আইডিপি) নিহত হয়েছেন এবং ৫৬ জন আহত হয়েছে।

নিহতদের মধ্যে নারী, শিশু এবং বৃদ্ধরাও রয়েছেন। এক প্রতিবেদনে এমনটি বার্তাসংস্থা এএফপি।

এদিকে বিবিসি জানিয়েছে, সোমবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চীনের সীমান্তবর্তী কাচিনের লাইজা শহরের কাছে একটি শরণার্থী শিবিরে সামরিক হামলা চালানো হয়। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ) কর্নেল নাও বু বলেন, ‘আমরা শিশু ও বয়স্ক ব্যক্তিসহ মোট ২৯ জনের মৃতদেহ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আক্রমণের আগে আমরা কোনো বিমান উড়ে যাওয়ার শব্দ শুনিনি। আমাদের ধারণা এটি একটি ড্রোন হামলা হতে পারে।’

মিয়ানমারের জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) একজন মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় হামলার প্রতিবেদন এবং ছবি শেয়ার করেছেন। তবে বিষয়টি নিশ্চিতকরণের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি এনইউজি।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ