পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

গোবিন্দগঞ্জে বালুবহনকারী ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, (গোবিন্দগঞ্জ) গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বালুবহনকারী ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক এক এনজিও কর্মকর্তা মারা গেছেন। নিহত এনজিও কর্মকর্তার নাম মো. আব্দুল মান্নান (৪৬)। তিনি বেসরকারি সংস্থা ‘জাকস’ এর গোবিন্দগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক এবং বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার রাজাবিরাট বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় অংশুমান কুন্ডু নামের মোটরসাইকেল আরোহী আরেক ব্যক্তি গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে রাজাবিরাট বাজারের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় অপরদিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এনজিও কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান। আহত অপর ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাজু কামাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ