পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

গোবিন্দগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, (গোবিন্দগঞ্জ) গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বাঙ্গালী নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ২০টি বাইচের নৌকা অংশগ্রহণ করে।

গত দুই সপ্তাহ ধরে চলা এ নৌকা বাইচের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায়। বোচাদহ গ্রাম এলাকার দেওয়ানতলা রেলসেতু ও সড়কসেতু অংশে বিকেল থেকে অনুষ্ঠিত এ নৌকা বাইচ দেখতে বাঙ্গালী নদীর দুই তীরে নারী-পুরুষ-শিশুসহ প্রায় অর্ধলক্ষাধিক মানুষ ভীড় জমান। রং-বেরং এর সাজে ও জাতীয় পতাকা তুলে ধরা অংশগ্রহণকারী নৌকার মাঝি-মাল্লারা বিভিন্ন জনপ্রিয় সঙ্গীত গেয়ে দর্শনার্থীদের মনোরঞ্জন করেন।

বাইচের চুড়ান্ত প্রতিযোগিতায় সাঘাটা উপজেলার পাঁচপুর এক্সপ্রেস চ্যাম্পিয়ন, গোবিন্দগঞ্জের উলিপুর ময়ুরপঙ্খী প্রথম রানার্সআপ এবং ধুন্দিয়া তুফানতরী দ্বিতীয় রানার্সআপ হিসেবে বিজয়ী হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে একটি মোটরসাইকেল, প্রথম রানার্সআপ দলকে একটি ফ্রিজ এবং দ্বিতীয় রানার্সআপ দলের হাতে একটি বাইসাইকেল পুরস্কার হিসেবে তুলে দেন।

অনুষ্ঠানে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, স্থানীয় ইউপি সদস্য সাবু মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ