নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। যোগাযোগ, অর্থনীতিসহ সবকিছুতে আজ উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত দেশের উন্নয়নের পথে বড় বাধা। এদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী বিএনপি-জামায়াতের চলমান সন্ত্রাস-নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে গাইবান্ধা সদর উপজেলার গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক যুব ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ গিনি বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসী রূপ তো এ দেশের মানুষ দেখেছে। এদের কাছে রাজনীতি বলে কিছু নেই, ক্ষমতা হচ্ছে তাদের অর্থ বানানোর মেশিন; তাদের কাছে ক্ষমতা হচ্ছে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা।
তিনি বলেন, বিএনপি-জামায়াত যদি ক্ষমতায় আসে, আবার এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে; এ দেশের সর্বনাশ করে দেবে। কাজেই সেটা যেন তারা করতে না পারে, সেজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুল আলম প্রমানিক কোট, সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. আহসানুল করিম লাছু, কৃষি বিষয়ক সম্পাদক এ্যাড. মহিবুল হক মোহন, সহ-দপ্তর সম্পাদক তানজিমুল ইসলাম জামিল, গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ঝিলাম, গিদারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও গিদারী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কামারজানী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক মো. মহিউল ইসলাম, কামারজানী ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান।
নেতৃবৃন্দ বলেন, গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। আমার বাড়ি, আমার খামার, কমিউনিটি ক্লিনিক, ডিজিটাল বাংলাদেশ, আমার গ্রাম, আমার শহর, ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন এবং নানা সামাজিক নিরাপত্তামূলক কাজের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গ্রামগুলো এখন আর গ্রাম নাই। আওয়ামী লীগ সরকার শতভাগ বিদ্যুৎ দিয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন করেছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনার সরকাররের লক্ষ্যই হলো দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবিব রাজিবের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলার সাবেক সভাপতি মো. আসিফ সরকারের সঞ্চালনায় যুব ও ছাত্র সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগ নেতা তানভির রায়হান তুহিন, রেজওয়ানুল রুহেল, আশরাফুল ইসলাম পলাশ, রকি দেব, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক রাহাত মাহামুদ রনি, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক শাহারিয়ার হোসেন বাপ্পি, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি রায়হান সরকার প্রমুখ।