পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, নভেম্বর ৯, ২০২৪

‘গাইবান্ধা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে এই অঞ্চলে কাঁচা রাস্তা থাকবে না’ -হুইপ গিনি

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, বিগত সরকারের আমলে কোন দৃশ্যমান উন্নয়ন হয়নি। গত সাড়ে চৌদ্দ বছরে আওয়ামীলীগের আমলেই কেবল দৃশ্যমান উন্নয়ন হয়েছে।

সরকার গাইবান্ধার জন্য ‘গাইবান্ধা উন্নয়ন প্রকল্প’ করার আশ্বাস দিয়েছেন। ইতোমধ্যে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে এই অঞ্চলে কোন কাঁচা রাস্তা থাকবে না। সর্বক্ষেত্রে উন্নয়ন পরিলক্ষিত হবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউপি অফিস থেকে ঠাকুরেরদীঘি বাজার রাস্তায় ১৫ মিটার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি সুসংগঠিত দল। দেশী ও বিদেশী দালালদের কোন ষড়যন্ত্রই এই দলের ক্ষতি করতে পারবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট চান হুইপ গিনি।

নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃদুল মোস্তাফিজ জন্টু, বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি তাহমিদুর রহমান সিজুসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে হুইপ গিনি সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর-দাড়িয়াপুর রাস্তায় ২০ মিটার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। দুটি ব্রীজে ব্যয় হবে প্রায় চার কোটি টাকা।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ