ছয়দফা নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আমি ছাত্রলীগের সদস্য ছিলাম। বর্তমানে মন্ত্রিসভার অনেকে ছাত্রলীগ করে আসা। আমরা যে উন্নতি করতে পারছি, সেক্ষেত্রে ছাত্রলীগের অগ্রণী ভূমিকা রয়েছে। একটি আদর্শ নিয়ে যে সংগঠন তৈরি, সেই সংগঠনই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। যেকোনো দুর্যোগে-দুর্বিপাকে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ।’
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার হাতে গড়া সংগঠন ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটি অর্জনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বুকের রক্ত দিয়ে এ দেশের প্রতিটি সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস—এই কথা বলেছিলেন বঙ্গবন্ধু, এটা অক্ষরে অক্ষরে সত্য।’
তিনি বলেন, ‘৭৫-এর পরে ছাত্রলীগই প্রথম প্রতিবাদ করে। আমি আর আমার বোন শেখ রেহানা তখন দেশের বাইরে ছিলাম। আমাদের ফিরিয়ে নিয়ে আসার দাবি প্রথম ছাত্রলীগের পক্ষ থেকেই আসে। ঠিক এভাবে বাংলাদেশের যেকোনো দুর্যোগে ছাত্রলীগ সক্রিয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বেশি দিন আগের কথা নয়। ২০০৭ সালে জরুরি অবস্থা জারি করা হয়, আমাকে গ্রেপ্তার করা হয়, তখন সর্বপ্রথম প্রতিবাদ করেছিল ছাত্রলীগ। ছাত্রলীগ হচ্ছে সেই শক্তি, এই তারুণ্যের শক্তি একদিন এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে। সেই এক/এগারোর সময় ছাত্রলীগ কোনো আপস করেনি। আমাদের ছাত্ররাই প্রথম মাঠে নামে, প্রতিবাদ করে।’