পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫

কেনিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৮১

ছয় দফা নিউজ ডেস্ক:
কেনিয়ায় মার্চ থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৮১ জনে মারা গেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে ঘরবাড়ি, রাস্তা, সেতু ও অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়েছে। কেনিয়ায় এবারের বন্যায় মৃতের সংখ্যা গতবারের এল নিনো আবহাওয়াজনিত কারণে হওয়া প্রাকৃতিক দুর্যোগের মৃত্যুকে ছড়িয়ে গেছে।

কেনিয়ার মধ্যাঞ্চলীয় শহর মাই মাহিউতে সোমবার (২৯ এপ্রিল) আকস্মিক বন্যায় অন্তত ৪৮ জনের মৃত্যু হয়। বুধবার (১ মে) আবর্জনার মধ্যে দুইটি লাশ পাওয়া গেছে বলে রেডক্রস জানিয়েছে।

রেডক্রসের এক কর্মকর্তা জানান, সামরিক বাহিনীর সদস্যরা উদ্ধারকারী কুকুর নিয়ে তল্লাশি অভিযানে যোগ দিয়েছে।

বুধবার (১ মে) স্থানীয় সময় সকালে দেশটির সরকারের মুখপাত্র ইসহাক মাউরা জানিয়েছিলেন, মৃতের সংখ্যা আরও ১০ জন বেড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯।

কয়েক দশকের মধ্যে পূর্ব আফ্রিকার সবচেয়ে মারাত্মক খরা চলার পর গত বছর সেখানে ব্যাপক বৃষ্টি হয়।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ