ছয় দফা নিউজ ডেস্ক:
শুক্রবার (১৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ভারতের ১৮তম লোকসভার নির্বাচনের ভোট গ্রহণ। লোকসভার ৫৪৩টি আসনে এ ভোট নেওয়া হবে। এবার নির্বাচন হচ্ছে সাত দফায়। দেশের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কাল নির্বাচন হচ্ছে ১৭টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে। একই সঙ্গে কাল আরও নির্বাচন হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যের বিধানসভার ৬০টি এবং সিকিমের ৩২টি আসনে।
পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতের প্রায় সব কটি রাজ্যে এই পর্যায়ে ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গে প্রতিটি পর্যায়েই ভোট হবে। প্রথম পর্যায়ে আগামীকাল রাজ্যের উত্তর অঞ্চলের তিন আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নির্বাচন হবে। সব আসনের ফল সারা ভারতের সঙ্গে ঘোষণা করা হবে আগামী ৪ জুন।
দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ৩৯ আসনের সব কটিতে ভোট হয়ে যাচ্ছে প্রথম দফায়। এরপর রয়েছে বিজেপিশাসিত রাজস্থান, সেখানে ২৫ আসনের অর্ধেক অর্থাৎ ১২টি আসনে এদিন নির্বাচন হবে।
উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ভোট হবে ৮টিতে এবং পূর্ব ভারতে প্রায় প্রতিটি রাজ্যেই। পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ। এ ছাড়া উত্তর-পূর্ব ভারতের সংঘাতবিধ্বস্ত মণিপুরের দুটি আসনেই ভোট হবে আগামীকাল।
দেড় বছর ধরে মণিপুরে সংঘর্ষ চলার পরও ওই রাজ্যে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সেখানে ভোটের প্রচারেও যাননি। ওই রাজ্যের একাধিক গোষ্ঠী ও সংগঠন ভোট বর্জনের ডাক দিয়েছে। আসামের পাঁচ আসন ডিব্রুগড়, জোড়হাট, কাজিরাঙ্গা, লখিমপুর ও সনিৎপুরে ভোট হবে আগামীকাল। ভারতের অন্যান্য প্রান্তের তুলনায় আসামে বিজেপি বেশ শক্ত অবস্থানে রয়েছে।
এ ছাড়া পূর্ব ভারতের বিহারের চারটি আসন, ছত্তিশগড়ের মাওবাদী–অধ্যুষিত অঞ্চলের বস্তার আসন, সংলগ্ন মহারাষ্ট্রের আরও অন্তত দুটি মাওবাদী–অধ্যুষিত অঞ্চল চন্দ্রপুর ও গড়চিরোলি ছাড়া মহারাষ্ট্রেরই ভান্ডারা, রামটেক ও নাগপুরে ভোট হবে আগামীকাল।
পশ্চিমবঙ্গে ভোট হতে চলা তিন আসনেই ২০১৯ সালে জয় পেয়েছিল বিজেপি। এবারও কোচবিহার থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার বিপরীতে রয়েছেন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের জগদীশচন্দ্র বসুনিয়া।
আলিপুরদুয়ার আসনে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা। তাকে প্রার্থী করা নিয়ে বিজেপির ভেতরে তীব্র মতবিরোধ ছিল এবং প্রকাশ্যে এর বিরোধিতা করেছিলেন আগের নির্বাচনের জয়ী প্রার্থী জন বারলা। কিন্তু শেষ পর্যন্ত একটা মিটমাট করে নির্বাচনে লড়ছেন মনোজ।
জলপাইগুড়িতে বিজেপি আগেরবার জয়ী জয়ন্ত রায়কেই প্রার্থী করেছে। তবে এখানে তৃণমূল কংগ্রেস নেতা নির্মলচন্দ্র রায় বেশি শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে। এখানে সিপিআইএমের প্রার্থী হয়েছেন দেবরাজ বর্মন। তিনি তৃণমূলবিরোধী ভোট পেলে, তাতে বিজেপিরই অসুবিধা হওয়ার কথা। জম্মু-কাশ্মীরে পাঁচ আসনে ভোট হচ্ছে পাঁচটি পর্যায়ে, যার মধ্যে উধমপুরে ভোট হবে আগামীকাল।
২০১৯ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে গোটা দেশের ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৩০৩টি, কংগ্রেস ৫২টি, সমাজবাদী পার্টি ৫টি, বহুজন সমাজ পার্টি ১০, তৃণমূল ২২, ডিএমকে ২৩, ওয়াইএসআর কংগ্রেস ২২ এবং টিডিপি ২টি আসনে জিতেছিল।
গত নির্বাচনে গোটা দেশে নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিজেপির ৪০ জন, তৃণমূলের ৯ জন, কংগ্রেসের ৬ জন, ওডিশার বিজেডির ৫ জন মিলিয়ে সর্বমোট ৭৮ জন। আর এ বছর ভারতে প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন (১৮-১৯ বছর) ১ কোটি ৮০ লাখ ভোটার।