ছয় দফা নিউজ ডেস্ক:
থাইল্যান্ডের রাজার আমন্ত্রণে আগামী ২৪ থেকে ২৭ এপ্রিল ব্যাংকক সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরের শুরুতে প্রধানমন্ত্রী ব্যাংককে ইউএনএসকাপ কমিশনের ৮০তম সভায় অংশ নিবেন। দ্বিপাক্ষিক ইস্যুতে এই সফরে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর আসন্ন এই সফর নিয়ে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে দুই দেশ যৌথভাবে সফরের ঘোষণা প্রকাশ করেছে।
যৌথভাবে সফরের ঘোষণায় বলা হয়েছে, আগামী ২৪ থেকে ২৭ এপ্রিল ব্যাংকক সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই ব্যাংককে ইউএনএসকাপ কমিশনের ৮০তম সভায় অংশ নিবেন প্রধানমন্ত্রী।
আগামী ২৫ এপ্রিল ইউএনএসকাপ কমিশনের ৮০তম সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ওই সভায় অংশ নেওয়ার পাশাপাশি দেশটিতে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত দ্বিপক্ষীয় সফর করবেন প্রধানমন্ত্রী। ব্যাংকক সফরে দুইপক্ষের মধ্যে একাধিক ইস্যুতে কমপক্ষে এক ডজন চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকার একটি উচ্চ পর্যায়ের দল সফরসঙ্গী হিসেবে থাকবেন।