ছয় দফা নিউজ ডেস্ক:
ফিফার নতুন র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গত ফিফা উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলেছিল তারা। দুই ম্যাচেই হেরেছিল জামাল ভূঁইয়ারা, তাতে র্যাঙ্কিংয়ে ১৮৩ থেকে ১৮৪তে নামতে হয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যদের। তবে অবস্থান পরিবর্তন হয়নি ব্রাজিল ও আর্জেন্টিনার।
র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার এক বছর পূর্ণ করেছে আর্জেন্টিনা। নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মার্চ উইন্ডোতে এল সালভাদরকে ৩-০ এবং কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আলবিসেলেস্তেরা। অবস্থান পরিবর্তন হয়নি ফ্রান্সের, আছে দ্বিতীয় স্থানে।
ইংল্যান্ডকে টপকে তিনে ওঠে এসেছে বেলজিয়াম। পাঁচে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এছাড়া সেরা দশে আছে পর্তুগাল, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।