পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, জানুয়ারি ৪, ২০২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাইয়ে চীন সফরে যেতে পারেন

ছয় দফা নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুলাইয়ে চীন সফরে যেতে পারেন। এর আগে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে তার। তবে দুটি সফরের কোনোটিরই নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বর্তমানে বাংলাদেশের সঙ্গে চলমান সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় চীন। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেইজিং সফরে নেওয়ার জন্যে নানান চেষ্টা চালাচ্ছে দেশটি। বিভিন্ন সময়ে সুযোগ পেয়ে প্রধানমন্ত্রীকে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন। যদিও ঢাকার পক্ষ থেকে বেইজিংকে বলা হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে প্রধানমন্ত্রীর পক্ষে বেইজিং সফরে যাওয়া সম্ভব নয়। বছরের দ্বিতীয়ার্ধে এ সফর হতে পারে। প্রধানমন্ত্রীর সফরের সময় ঢাকার সঙ্গে পরিবেশের দুটি ইস্যুতে সমঝোতা স্মারক সই করতে চায় বেইজিং। এজন্য গত ফেব্রুয়ারিতে সবুজ সহযোগিতা এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ-পরিবেশের এ দুটি ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দিয়েছে চীন। বেইজিংয়ের প্রস্তাব দুটিতে ঢাকার কোনো আপত্তি নেই। কেননা ঢাকাও পরিবেশের এসব ইস্যুতে কাজ করতে আগ্রহী। চীনের এসব প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামতের ভিত্তিতে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিচ্ছে ঢাকা।

সর্বশেষ ২০১৯ সালে চীন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া গত বছর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের সাইডলাইনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও শেখ হাসিনার মধ্যে বৈঠক হয়। তারও আগে ২০১৬ সালে শি জিন পিং বাংলাদেশ সফর করেন। ওই সফরের সময় দুপক্ষের মধ্যে কৌশলগত চুক্তি হয়। সে সময় চীন বাংলাদেশের পদ্মা সেতুতে রেল সংযোগ, কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণ, যোগাযোগ অবকাঠামো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ নানা অবকাঠামো নির্মাণসংক্রান্ত ২৭ প্রকল্প উন্নয়নে ২ হাজার ৪০০ কোটি ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে পদ্মা সেতুতে রেলসংযোগ, কর্ণফুলী নদীতে টানেল নির্মাণ, দাসেরকান্দিতে পয়োনিষ্কাশন প্রকল্প, মহেশখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত জ্বালানি তেলের পাইপলাইন ও মুরিং স্থাপন, বিদ্যুতের সঞ্চালন লাইনের উন্নয়ন, জাতীয় তথ্যপ্রযুক্তির নেটওয়ার্ক সম্প্রসারণে তৃতীয় ধাপের উন্নয়ন এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে। এ ছাড়া তিস্তা অববাহিকা প্রকল্প বাস্তবায়নে চীন বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে, যা নিয়ে দুইপক্ষের মধ্যে কথা চলছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত ২৮ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাক্ষাতে আলোচনা করেন। ওইদিন পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীকে বেশ কয়েক দফা সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন। সেটির বিষয় তারা আবার আমাদের জানিয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধা অনুযায়ী এটি কখন করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।

এরপর গত ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ভারত এখন নির্বাচনমুখী। আগামী এপ্রিল-মের দিকে তাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ভারতে নতুন সরকার গঠিত হবে। তারা নির্বাচন নিয়েই ব্যস্ত। অবশ্যই নিকট ভবিষ্যতে ভারতে আমাদের প্রধানমন্ত্রীর সফর হবে।

সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফায়েজ দৈনিক সময়ের আলোকে বলেন, চীন বাংলাদেশের খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা অনেক বড় প্রকল্প বাস্তবায়নে আমাদের সহযোগিতা করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, রোহিঙ্গা সংকট নিয়ে গোটা বিশ্ব শুধু কথা বলছে; কিন্তু চীন এ সংকট থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা করতে কাজ করছে।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ