পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

এক যুগ পর বেতারে রুনা লায়লা

ছয় দফা নিউজ ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা প্রায় এক যুগ পর বাংলাদেশ বেতারের জন্য গান গেয়েছেন। ‘ও বৃষ্টি তুমি’ শিরোনামের গানটি লিখেছেন সুমন সরদার; সুর করেছেন সাদেক আলী।বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের ট্রান্সক্রিপশন সার্ভিসের ড্রামা স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

বেতারে গান রেকর্ডিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে রুনা লায়লা বলেন, দীর্ঘদিন পর বেতারে এসে ভীষণ ভালো লাগল। বেতারের আধুনিকায়ন দেখে মুগ্ধ হয়েছি। সবার আন্তরিকতাও আমাকে মুগ্ধ করেছে। গানটির কথা যেমন ভালো লেগেছে, সুরও ভালো লেগেছে।

বাংলাদেশ বেতারের সঙ্গীত বিভাগের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, সবশেষ ২০১১ সালের জুলাই মাসে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক দুটি গান গেয়েছিলেন রুনা লায়লা।

‘ও বৃষ্টি তুমি’ গানটির রেকর্ডিং শেষে বেতারে একটি সাক্ষাৎকার দিয়েছেন রুনা লায়লা। সুরকার সাদেক আলী জানান, শিগগিরই গানটি বাংলাদেশ বেতারে প্রচার করা হবে।
১৯৬৪ সালে আনুষ্ঠানিকভাবে সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন রুনা লায়লা। ১৯৬৫ সালে পাকিস্তানি চলচ্চিত্র ‘জুগনু’তে প্রথম প্লেব্যাক করেন। এরপর আর তাকে ক্যারিয়ারে পেছন ফিরে তাকাতে হয়নি।

তথ্যসূত্রঃরাইজিংবিডি

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ