পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

এমবাপ্পের ‘বিদায়’ প্রশ্নে কিছুই বলবেন না এনরিকে!

ছয় দফা নিউজ ডেস্ক: কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছেড়ে যাওয়াটা এখন আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়িয়েছে। চুক্তি শেষে তিনি যে নতুন গন্তব্যে চলে যাবেন, সেটা ইতোমধ্যে ক্লাবের কর্মকর্তা ও সতীর্থদের জানিয়ে দিয়েছেন। বলা যায় বিষয়টা এখন আর ‘ঢাক ঢাক গুড় গুড়’ পর্যায়ে নেই। কিন্তু পিএসজি কোচ লুই এনরিকে সংবাদ মাধ্যমে মন্তব্য করতেই রাজি হলেন না।

অনেক দিন ধরে গুঞ্জন এমবাপ্পে তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লেখাবেন। এই মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে গেলে সেই পথে আর বাধা হতে পারবে না কেউ। লস ব্লাঙ্কোসও তাকে দলে ভেড়াতে অধীর অপেক্ষায়। তার পরেও বিশ্বসেরা এই ফুটবলারের দল বদল নিয়ে কিছু বলতে চাইলেন না পিএসজি কোচ, ‘না। আমি কিছুই বলতে পারবো না।’

তার পর এমবাপ্পে যতদিন ক্লাবে আছেন, ততদিন ক্লাবের প্রতি তার প্রতিশ্রুতি নিয়ে কোনও সংশয় আছে কিনা- এমন প্রশ্নও ছুটে আসে তার কাছে। জবাবে এনরিকে বলেছেন, ‘বিষয়টা আলোচনার উপযুক্ত নয়। আমি এ বিষয়েও কোনও মন্তব্য করতে চাই না।’

তার কথা হলো এই বিষয়ে সংশ্লিষ্ট যারা, তাদের কেউ জনসম্মুখে কোনও কথা বলেনি, ‘সংশ্লিষ্টদের কেউ এখন পর্যন্ত জনসম্মুখে কথা বলেনি। কিলিয়ান নিজেও জনসম্মুখে কিছু বলেনি। যখন সংশ্লিষ্টরা কথা বলবে, আমি আমার মত জানাবো।’

অনুশীলনে এমবাপ্পেকে নিয়ে চলমান আবহ নিয়েও প্রশ্ন ওঠে। এনরিক জানান, ‘আবহটা আগের যে কোনও ম্যাচের মতোই। কোনও খবর ছাড়াই স্বাভাবিক অনুশীলন হয়েছে।’

ইএসপিএন জানিয়েছে, মাদ্রিদের পক্ষ থেকে যে প্রস্তাব এমবাপ্পেকে দেওয়া হয়েছে। সেখানে এখনও সাড়া দেননি তিনি। তবে ক্লাব কর্তৃপক্ষ আশা করছেন, দ্রুতই হয়তো তিনি এ বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন। কারণ তারা ফরাসি ফরোয়ার্ডকে রাজি করাতে সম্ভাব্য সব চেষ্টাই করেছেন।

তথ্যসূত্রঃবাংলা ট্রিবিউন

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ