পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ এবাদতের

ছয় দফা নিউজ ডেস্ক:
চলতি বছরের জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময় হাঁটুতে চোট পান জাতীয় দলের পেসার এবাদত হোসেন। ইনজুরির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিম ও টিম ম্যানেজমেন্ট তাকে ছয় সপ্তাহের বিশ্রামে রেখেছিল।

চোটের কারণে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপেও খেলা হয়নি তার। একপর্যায়ে পা নিয়ে ছুরি কাঁচির নিচেও যেতে হয়েছিল তাকে। এ কারণে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলছেন না তিনি। এবার জানা গেল, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না তারকা এই পেসারের।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার দাবি, ২০২৪ সালের আগস্টের দিকে মাঠের ক্রিকেটে ফিরতে পারেন এবাদত।

নান্নুর ভাষ্যমতে, এবাদতের মনে হয় পরবর্তী মৌসুম থেকে শুরুর সম্ভাবনা আছে। আগস্ট-সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে, সেটা নিয়ে হয়তো ফিরবে। আমাদের কাছে এমন একটা আপডেট আছে।

তথ্যসূত্রঃআরটিভি অনলাইন

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ