পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

বিবিসির প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের জান্নাতুল

ছয় দফা নিউজ ডেস্ক: ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০১ জন প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস।

বিবিসি জানায়, শরীরের ৬০ শতাংশ পুড়ে যাওয়া স্বত্বেও পুরোদমে কাজ করে যাচ্ছেন জান্নাতুল। লেখক ও চলচ্চিত্র পরিচালক হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন জান্নাতুল। এছাড়া কাজ করছেন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের নিয়েও। জান্নাতুল ভয়েস অ্যান্ড ভিউজ নামের একটি মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করেন। যেটি অগ্নিদুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া নারীদের অধিকার নিয়ে কাজ করে।

১৯৯৭ সালে রান্নার সময় ওড়নায় আগুন লেগে অগ্নিদগ্ধ হন জান্নাতুল। ওই দুর্ঘটনায় মারাত্মক জখম হন তিনি। শারীরিক প্রতিবন্ধকতা থামিয়ে রাখতে পারেনি তাকে।

বাংলাদেশের জান্নাতুল ছাড়াও বিবিসির এ তালিকায় যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, হলিউড তারকা ফেরেরার মতো নারীরা স্থান পেয়েছেন । রয়েছেন সংবাদ উপস্থাপক, জনপ্রিয় ইউটিউবার, মিউজিক প্রডিউসার ও রাজনীতিবিদরাও।

তথ্যসূত্রঃএখন টিভি অনলাইন

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ