ছয় দফা নিউজ ডেস্ক:
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭ ভাগ। স্থানীয় কর্তৃপক্ষ সম্ভাব্য ক্ষয়ক্ষতির সতর্কবার্তা দিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ মিন্দানাওয়ের সারঙ্গানি প্রদেশে গ্রিনিচ মান সময় ০৮১৪ টায় ভূপৃষ্ঠের ৭৮ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাতে হানে। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।