পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

শিমের দাম নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ছয় দফা নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় সবজির দাম নিয়ে বাকবিতণ্ডার জেরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার নন্দনপুর বাজারে এ ঘটনা ঘটে।
মডেল থানার ওসি মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সবজির দর কষাকষি নিয়ে সংঘর্ষের ঘটনায় এখনো মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
জানা গেছে, বাহুবলের চন্দনিয়া গ্রামের দেলোয়ার হোসেন নন্দনপুর বাজারে সবজি বিক্রি করেন। মঙ্গলবার বিকেলে তার থেকে সবজি কিনতে গিয়েছিলেন কাজীহাটা গ্রামের জিতু মিয়া। এ সময় শিমের দাম নিয়ে কথা কাটাকাটি হয়। পরে ক্রেতা ও বিক্রেতার পক্ষ নিয়ে কয়েকটি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহতদের মধ্যে ইমন মিয়া, আসলম উদ্দিন, দুলাল মিয়া, দেলোয়ার হোসেন, আরশ উদ্দিন, শাকিল মিয়া, আলাল উদ্দিন, সাহেদ মিয়া, ফয়সাল মিয়া, শফিবুল্লাহ, আবিদ মিয়া, মকসুদ মিয়া, এখলাছ মিয়া, জাহাঙ্গীর মিয়া ও রজব আলীকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া মকসুদ মিয়া, এখলাছ মিয়া, জাহাঙ্গীর মিয়া ও রজব আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

তথ্যসূত্রঃরাইজিংবিডি

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ