পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

শ্রীলঙ্কার পুঁজি ১৭১

ছয় দফা নিউজ ডেস্ক:
নিউজিল্যান্ডের বোলারদের কাছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের অবস্থা নাজেহাল। মাত্র ১২৯ রানে ৯ উইকেটে হারিয়ে ফেলেছিল তারা। কিন্তু শেষ উইকেট জুটিতে যেন ত্রাতা হয়ে এলেন মহেশ থিকশানা ও দিলশান মাধুশাঙ্কা। তাদের ব্যাটে ভর করে ১৭১ রানের পুঁজি পায় লঙ্কানরা।

ইনিংসের শুরুতে বিধ্বংসী মেজাজে ব্যাট চালাতে থাকেন কুশল মেন্ডিস। মাত্র ২৮ বলে পেয়ে যান ফিফটির দেখা। তবে তারপরই ধস। সেটা আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। মেন্ডিস ৫১ রান করে ফিরে যান। এরপর হয়েছে শুধু ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিল।

শেষ বেলায় মহেশ থিকশানা ৩৫ রান করেন ৯১ বল খেলে। মাধুশাঙ্কা ৪৮ বলে করেন ১৯ রান।

কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ট সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এছাড়া লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র দুটি করে উইকেট শিকার করেছেন। একটি উইকেট নিয়েছেন টিম সাউদি।

একটু পর ১৭২ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড।

তথ্যসূত্রঃদেশ রূপান্তর

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ