পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

মহাসড়কে দাঁড়িয়ে থাকা লরিতে আগুন

ছয় দফা নিউজ ডেস্ক:

ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ী এলাকায় রাস্তার উপর দাড়িয়ে থাকা পানিবাহী লরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজে নিয়ে আসা হয়েছিল পানিবাহী ওই লরি। সড়কে পানি দেওয়া শেষে বেতগাড়ী এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে ছিল লরিটি। বেলা ১১ টার দিকে দুর্বৃত্তরা এসে এতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওই গাড়ির চালক হাফিজুর রহমান বলেন, “রাস্তায় পানি দিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এসময় অবরোধের সমর্থনে পিকেটিং করা কয়েজন এসে আগুন ধরিয়ে দেয়। পরে ভয়ে আমি গাড়ি থেকে নেমে যাই।”
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ঘটনাস্থলে আসলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

তথ্যসূত্রঃটিবিএস

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ