পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

ছয় দফা নিউজ ডেস্ক:
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। রোববার (২২ অক্টোবর) ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

বিশ্বকাপ দারুণ ভাবে শুরু করেছে স্বাগতিক ভারত। চার ম্যাচ খেলে চারটিতে জয় পায় তারা। তবে বাংলাদেশ ম্যাচে ইনজুরিতে পড়েছেন আলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছে সূর্যকুমার যাদব। এছাড়াও একাদশে আরও এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। পেসার শার্দুল ঠাকুরের পরিবর্তে একাদশে জায়গা পেয়ছেন মোহাম্মদ শামি।

অপরদিকে, বিশ্বকাপে দারুণ ফুরফুরে মেজাজে আছে নিউজিল্যান্ডও। তারাও চার ম্যাচ খেলে চারটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ভারতের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ডের একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

তথ্যসূত্রঃইত্তেফাক

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ