পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

জনশক্তি রপ্তানি বাড়লেও রেমিট্যান্স কমার কারণ জানতে চেয়েছেন অর্থমন্ত্রী

ছয় দফা নিউজ ডেস্ক:
বিপুল জনশক্তি রপ্তানি এবং বিদেশে শিক্ষার্থী থাকা সত্ত্বেও রেমিট্যান্স প্রবাহ কেন প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না তার কারণ চিহ্নিত করতে অর্থনীতিবিদ ও এ বিষয়ে বিশেষজ্ঞদের উদ্ভাবনী পরামর্শ চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, নীতিমালা সংস্কার এবং দেশে কাঙ্ক্ষিত রেমিট্যান্স বাড়াতে পরামর্শ গ্রহণ করবে সরকার ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংকের সহযোগিতায় ‘বাংলাদেশের পাবলিক ফাইন্যান্সিয়াল রিফর্মস ইনিশিয়েটিভস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলাই সেক, গভর্নেন্স গ্লোবাল প্র্যাকটিস-সাউথ এশিয়া রিজনের প্র্যাকটিস ম্যানেজার হিশাম ওয়ালি, ফিন্যান্স সেক্রেটারি ড. মো. খাইরুজ্জামান মজুমদার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অর্থমন্ত্রী বলেন, দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকার কাঠামোগত পরিবর্তন আনার কথা ভাবছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীরা এক মাসে দেশে ২ বিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। যদি এই প্রবাহ অব্যাহত থাকে তবে বৈদেশিক মুদ্রার সংকট হবে না।

তিনি বলেন, ‘কিন্তু জনশক্তি রপ্তানি এবং শিক্ষার্থী রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার পরও কেন তা কমছে, তা আমরা জানতে চাই।’

তথ্যসূত্রঃদেশ রুপান্তর

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ