পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি হবে না : ফিলিস্তিন প্রেসিডেন্ট

ছয় দফা নিউজ ডেস্ক:
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার বলেছেন, ফিলিস্তিনিরা তাদের বৈধ অধিকার পুরোপুরি উপভোগ না করতে পারলে মধ্যপ্রাচ্যে কোন শান্তি হবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে আব্বাস বলেন, ‘যারা মনে করেন যে, ফিলিস্তিনি জনগণ তাদের পূর্ণ ও বৈধ জাতীয় অধিকার উপভোগ ছাড়াই মধ্যপ্রাচ্যে শান্তি বিরাজ করতে পারে তারা ভুল করবেন।’

তিনি জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ এবং বিশ্বের দেশগুলোকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমি বুঝতে বা মেনে নিতে পারি না যে আমেরিকা এবং ইউরোপীয় রাষ্ট্রসহ আরো কিছু দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে নারাজ। এদিকে জাতিসংঘ ফিলিস্তিনকে একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে গ্রহণ করেছে।’

এ ব্যাপারে তিনি একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের আবেদন জানান। এ সম্মেলনে মধ্যপ্রাচ্য শান্তি অর্জনের সাথে সংশ্লিষ্ট সকল দেশ অংশগ্রহণ করবে। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সম্মেলন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।

মাহমুদ আব্বাস ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রাসঙ্গিক প্রস্তাব বাস্তবায়নে জাতিসংঘ এবং মহাসচিবের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমার বার্তা হলো তাদের উচিত পূর্ণ সাহসিকতার সাথে দায়িত্ব গ্রহণ এবং ফিলিস্তিনের অধিকার আদায়ের সাথে সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়ন করা।’

তথ্যসূত্রঃবাসস

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ