পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

কাল সন্ধ্যায় মহিলা সমিতিতে ‘কিনু কাহারের থেটার’

ছয় দফা নিউজ ডেস্ক:
বছর ঘুরে আবার মঞ্চায়িত হতে যাচ্ছে প্রাচ্যনাটের আলোচিত নাটক ‘কিনু কাহারের থেটার’। আগামীকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এর মঞ্চায়ন হবে।

মনোজ মিত্র রচিত এ নাটকের নির্দেশনায় আছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সানজিদা প্রীতি, জগন্ময় পাল, সাইফুল জার্নাল, পারভীন পারু, চেতনা রহমান ভাষা, মনিরুল ইসলাম রুবেল, মিতুল রহমান, শাহরিয়ার ফেরদৌস সজীব, রফিকুল ইসলাম রিফাত আহমেদ নোবেল, তানজিকুন প্রমুখ।

নাটকের কাহিনিতে দেখা যাবে, পুতনা রাজ্যের উজির এক নারীর শ্লীলতাহানি করেছেন। লাটসাহেব বললেন, ‘এর যদি বিচার না হয়, তাহলে আমি সিংহাসন ফালাইয়া দিব।’

রাজা পড়লেন মহাসংকটে। উজির তাঁর প্রাণের দোসর, তাঁকে কি করে চৌদ্দ ঘা চাবুক মারতে আদেশ দেবেন তিনি? উজিরকে তাই বুদ্ধি দিলেন, একজন লোক ঠিক করতে, যে আদালতে এসে সাক্ষ্য দেবে উজির নয়, অপকর্মটি করেছে আসলে সে; তাই সাজা তারই প্রাপ্য। এরপরই নাটকের কাহিনিতে আসে বাঁকবদল।

তথ্যসূত্রঃসমকাল

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ